উন্মাতাল ব্রিটনি স্পিয়ার্স
দীর্ঘ
সময় ধরেই শ্রোতা-দর্শকরা নতুন কোন গান পাচ্ছেন না বিশ্বনন্দিত পপ তারকা
ব্রিটনি স্পিয়ার্সের কাছ থেকে। এমনকি নতুন কোন মিউজিক ভিডিও প্রকাশ পাচ্ছে
না তার। গত বছরটি প্রেমিক চার্লির সঙ্গে প্রেম করেই বেশি আলোচনায় ছিলেন
তিনি। এখনও এই প্রেমের জলেই হাবুডুবু খাচ্ছেন এ তারকা। তবে ব্রিটনি ভক্তদের
জন্য সুখবর হলো, খুব শিগগিরই নতুন গান প্রকাশ করতে যাচ্ছেন তিনি। দুই মাস
ধরে অ্যালবামের কাজ করছেন ব্রিটনি। শুধু তাই নয়, এরই মধ্যে একটি ভিডিওর
কাজও শেষ করেছেন তিনি। নিজের অ্যালবামটি চলতি মাসের মাঝামাঝিতে প্রকাশের
কথা জানিয়েছেন এ তারকা। তবে ভিডিওটি ইউটিউবে মুক্তি দেয়া হবে
ফেব্রুয়ারিতেই। সে প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছেন ব্রিটনি। এ ভিডিওতে
উন্মাতাল ব্রিটনিকে আবিষ্কার করতে পারবেন দর্শক। স্টেজে শো করতে করতে
দর্শকদের মাঝে এক সময় উন্মাতাল হয়ে যান ব্রিটনি। এরপর ব্যাপক খোলামেলা হয়ে
দর্শকদের সঙ্গে নাচতে থাকেন। একটি গোপন সূত্র জানিয়েছে, ভিডিওটির শুটিং
করার আগে ইচ্ছা করেই ব্যাপক মদপান করেছিলেন তিনি। মূলত ভিডিওর প্রয়োজনেই
এটা করেছিলেন ব্রিটনি। আর এ কারণেই শতভাগ উন্মাতাল মনে হয়েছে তাকে। এক সময়
দর্শকের সামনে পরনের কয়েকটি পোশাকও খুলে ফেলেন তিনি। ব্রিটনির এমন চমকপূর্ণ
ভিডিওটি দেখতে অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে তিনি
জানিয়েছেন, গানটি করেছি সবাইকে মাতাল বানানোর জন্য। গানটা শুনলে ও দেখলেই
সবাই বুঝতে পারবেন। আশা করছি ভাল লাগবে সবার।
No comments