ইরান প্রশ্নে মোসাদ ও নেতানিয়াহুর অনৈক্য
ইরানের
উপর নতুন করে অবরোধ আরোপের ব্যাপারে মার্কিন আইনপ্রণেতা ও ওবামা প্রশাসনের
শীর্ষ ব্যক্তিদের সতর্ক করে দিয়েছে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ।
মোসাদের মতে, ইরানের উপর নতুন অবরোধ আরোপের অর্থ হবে দেশটির পারমাণবিক
কর্মসূচি নিয়ে চলমান আলোচনাকে ঝুঁকির মুখে ফেলে দেয়া। ইরানের উপর নতুন
মার্কিন অবরোধ আরোপের বিষয়ে মোসাদের এ অবস্থান ইসরাইলের প্রধানমন্ত্রী
বেনইয়ামিন নেতানিয়াহুর অবস্থানের বিপরীত। নেতানিয়াহু ইরানের উপর নতুন করে
মার্কিন অবরোধ আরোপের কট্টর সমর্থক। এ খবর দিয়েছে ব্লুমবার্গ। বেশ কয়েকজন
মার্কিন সিনেটর ইরানের উপর নতুন করে অবরোধ আরোপে আগ্রহী। কিন্তু এ পদক্ষেপ
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনায় বিঘœ ঘটাতে পারে আশঙ্কায় এর বিপক্ষে
অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি জানিয়ে দিয়েছেন,
ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি
নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন। গত মঙ্গলবার তিনি বলেছেন, এ ধরণের পদক্ষেপ
কূটনৈতিক প্রক্রিয়াকে ব্যর্থ করে দেবে। তবে ওবামার বিরুদ্ধে অবস্থান নিয়ে
মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান দলীয় ¯িপকার জন বোয়েনার বুধবার ঘোষণা
দিয়েছেন, তিনি ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে কংগ্রেসে ইরানের উপর
অবরোধ আরোপের প্রয়োজনীয়তা স¤পর্কে বক্তৃতা দিতে আমন্ত্রণ জানিয়েছেন। এ নিয়ে
ওবামা প্রশাসনের সঙ্গে শীতল অবস্থা বিরাজ করছে মার্কিন কংগ্রেসের। ওবামা
প্রশাসনকে পাশ কাটিয়ে আরেক দেশের সরকার প্রধানকে আমন্ত্রণের বিষয়টি ভালো
চোখে নেয়নি হোয়াইট হাউস। নেতানিয়াহুর সঙ্গে বারাক ওবামা সাক্ষাৎ করবেন না
বলেও জানিয়ে দেয়া হয়েছে। তবে এক্ষেত্রে যুক্তি দেয়া হয়েছে, কোনো সরকার বা
রাষ্ট্র প্রধান যখন নিজেদের মেয়াদের শেষমুহুর্তে থাকেন, তখন তার সঙ্গে
সাক্ষাৎ করেন না মার্কিন প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রীত্বের মেয়াদ শেষ হয়ে
আসা নেতানিয়াহুর জনসমর্থন নিজ দেশে বৃদ্ধি করতেই কংগ্রেস থেকে তাকে
আমন্ত্রণ জানানো হয়েছে বলে অনেকে ধারণা করছেন। তবে জনমত জরিপ বলছে, তার দল
আসন্ন সাধারণ নির্বাচনে না-ও জিততে পারে। ব্লুমবার্গের প্রতিবেদন মোতাবেক,
ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ ইরানের উপর নতুন করে অবরোধ আরোপের প্রভাব
স¤পর্কে ওবামা প্রশাসনের কর্মকর্তা ও মার্কিন সিনেটরদের সতর্ক করে দিয়েছে।
বিশেষ করে, রিপাবলিকান সিনেটর মার্ক কির্ক ও ডেমোক্রেট সিনেটর রবার্ট
মেনদেজের উত্থাপিত নতুন অবরোধ প্রস্তাবের বিষয়ে নিজেদের উদ্বেগ জানিয়েছে
মোসাদ। প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে ইরানের সঙ্গে
পারমাণবিক চুক্তিতে পৌঁছা সম্ভব না হলে, দেশটির উপর অবরোধ বৃদ্ধি পাবে।
মোসাদ বিরোধীতা করলেও, ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কির্ক-মেনদেজ
বিলের সমর্থক। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অজ্ঞাত ইসরাইলি
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, নতুন করে ইরানের উপর অবরোধ আরোপ করা
হলে তা হবে বিদ্যমান প্রক্রিয়া গ্রেনেড নিক্ষেপের সমতুল্য। ব্লুমবার্গের
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে ইসরাইল সফর করা মার্কিন কংগ্রেসের
প্রতিনিধিদলকে প্রাথমিকভাবে সতর্ক করে দিয়েছিলেন মোসাদ কর্মকর্তারা।
সফরকারী দলের অন্যতম সদস্য রিপাবলিকান দলীয় সিনেটর জন বারাসো বলেছেন,
বিভিন্ন ইসরাইলি কর্মকর্তারা ভিন্ন ভিন্ন বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা
ওই সফরে অনেক সরকারী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছি। সেখানে নির্দিষ্ট
দৃষ্টিভঙ্গি ছিল না। ওই প্রতিবেদনে আরও দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা
হয়েছে, মোসাদ এজেন্টরা ওবামা প্রশাসনকে বলেছেন, নতুন ওই আইনের ফলে ভবিষ্যতে
ইরানের উপর নতুন অবরোধ আরোপ হলে, আলোচনা বন্ধও হয়ে যেতে পারে। উল্লেখ্য,
ইরানের কূটনীতিকরা প্রায়ই বলেন, নতুন করে অবরোধ আরোপ করা হলে, তারা আলোচনা
ছেড়ে চলে যাবেন। তবে এটিই ইরান প্রশ্নে মোসাদের সঙ্গে নেতানিয়াহুর বিরোধের
প্রথম ঘটনা নয়। ২০১০ সালের ডিসেম্বরে সাবেক মোসাদ প্রধান মেইর দেগান
জানিয়েছিলেন, তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে নেতানিয়াহুর
নির্দেশের সরাসরি বিরোধীতা করেছেন। ওই সময় ওবামাও ইরানের উপর হামলার
সিদ্ধান্ত থামাতে ইসরাইলি প্রধানমন্ত্রীকে বোঝান।
No comments