সংলাপ দাবিতে অনশনে বসবেন বি চৌধুরী
দেশের
চলমান সংকট নিরসনে দুই নেত্রী সংলাপে না বসলে অনশন কর্মসূচি পালনের হুমকি
দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বিকল্প ধারা সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা
চৌধুরী। এজন্য দুই জোটকে সাতদিন সময় বেধে দিয়েছেন তিনি। আজ দুপুরে
বিকল্পধারার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আলটিমেটাম
দেন। বিএনপির চলমান আন্দোলনকে সমর্থন করেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের
জবাবে তিনি বলেন, যে আন্দোলনের ফলাফলে মানুষ কষ্ট পায় এমন আন্দোলনের সঙ্গে
আমরা নেই। তিনি বলেন, নির্বাচনের বর্তমান পদ্ধতি বহাল রেখে আরও একটা
নির্বাচন সম্ভব। সে ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন হতে হবে। সব দলের অংশগ্রহণে
আরও একটি নিরপেক্ষ নির্বাচন যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠিত না হয় ততদিন এই
ধ্বংসাত্মক সহিংসতা চলবে। সংবাদ সম্মেলনের পর আরাফাত রহমান কোকোর মৃত্যুতে
বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানানোর জন্য বিএনপি চেয়ারপারসনের গুলশানের
কার্যালয়ে যান বি.চৌধুরী। কার্যালয় থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেন,
বিএনপি চেয়ারপারসনকে সমবেদনা জানাতে এসে জানতে পারলাম তিনি ঘুমাচ্ছেন। একজন
চিকিৎসক হিসেবে আমি মনে করি তার ঘুমানোর বিকল্প নেই। কিছুক্ষণ অপেক্ষা করে
সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলে আমি চলে এসেছি।
No comments