নাটকে রিয়াজ-নোভা জুটিবদ্ধ
প্রথমবারের মতো নাটকে জুটিবদ্ধ হলেন চিত্রনায়ক রিয়াজ ও ছোটপর্দার অভিনেত্রী নোভা। রায়হান খানের রচনা ও পরিচালনায় ‘পুষ্প তোমার অপেক্ষায়’ নামের নাটকটির শুটিং এরইমধ্যে শেষ হয়েছে। বিয়ের আগে এবং পরে প্রেমিক-প্রেমিকা ও স্বামী-স্ত্রীর ভালোবাসা থাকা, হারিয়ে যাওয়া এবং তা ফিরে পাওয়ার আনন্দ নিয়েই নাটকের গল্প তৈরি হয়েছে বলে নির্মাতা জানান। রিয়াজের সঙ্গে অভিনয় প্রসঙ্গে নোভা বলেন, ‘আমার অনেক স্বপ্ন ছিল রিয়াজ ভাইয়ের সঙ্গে কাজ করার। সে স্বপ্ন পূরণ হয়েছে।
নাটকে আমরা দু’জনই আন্তরিকতার সঙ্গে অভিনয় করেছি। রিয়াজ ভাইয়া অনেক কিছু শিখিয়েছেন। অনেক বেশি সহযোগিতাপরায়ণ তিনি।’ রিয়াজ বলেন, ‘নাটকের গল্পটা খুব ভালো লেগেছে। তাই কাজটি করেছি। নোভা অভিনয়ে বেশ সাবলীল। খুব সহজে চরিত্রের গভীরে যেতে পারেন। নাটকটি দর্শদের পছন্দ হবে।’ নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন।
No comments