সঙ্কট নিরসনে আওয়ামী লীগ-বিএনপিকে এরশাদের চিঠি
চলমান
রাজনৈতিক সহিংসতা ও সংকট নিরসনে জাতীয় কনভেনশনের আহ্বান জানিয়েছেন জাতীয়
পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। এ আহবান জানিয়ে নির্বাচন কমিশন
নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে চিঠি পাঠানো হচ্ছে এরশাদের তরফে। রোববার
আওয়ামী লীগ ও বিএনপির কাছে চিঠি দেয়া হয়েছে। এরশাদ তার চিঠিতে লিখেছেন,
আজকে যারা রাজনীতিতে আছেন-তাদের মধ্যে মনে হয় আমিই বয়সে প্রবীণ। হয়ত আমার
রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেকের রাজনৈতিক অভিজ্ঞতা বেশি আছে- তথাপিও বয়সের
দিক বিবেচনায় আমি সকল দলের নেতাদের কাছে আহ্বান জানিয়েছি যে, আসুন, আমরা
রাজনৈতিক সংস্কৃতি নির্ধারণের জন্য একত্রে মিলিত হই। তিনি বলেন, আমাদের
নীতি-আদর্শের মধ্যে তফাৎ থাকবেই। কিন্তু জাতীয় কিছু মৌলিক প্রশ্নে আমরা
অবশ্যই একমত হতে পারব। জনমনে শান্তি নেই। মানুষের নিরাপত্তা নেই। গোটা জাতি
আজ আতঙ্কিত এবং দিশেহারা। বিরাজমান সংকট থেকে উত্তরণ ঘটাতে না পারলে জাতি
হিসেবে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে চিঠিতে শঙ্কা প্রকাশ করেন
এরশাদ। এরশাদ বলেন, আমরা সবাই উপলব্ধি করছি, এই অবস্থায় কোন স্বাধীন
সার্বভৌম ও গণতান্ত্রিক দেশ চলতে পারে না। বিরাজমান সঙ্কট থেকে উত্তরণ
ঘটাতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্থিত্ব বিলীন হয়ে যাবে। চিঠিতে এরশাদ
বলেন, আপনারা (আওয়ামী লীগ ও বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল) সম্মত থাকলে
সুবিধামতো কোন এক সময়ে উপযুক্ত স্থানে আমরা মিলিত হবার প্রস্তাব জানাচ্ছি। এ
ব্যাপারে আমি আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। রোববার সন্ধ্যায় এই
চিঠি প্রথমেই বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে দেয়া
হয়। এরশাদের এই চিঠি খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল
বিশ্বাসের কাছে পৌঁছে দেন জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান
আহমেদ জুয়েল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ে চিঠি পৌঁছে দেয়া
হয়।
No comments