বাদশাহ আবদুল্লাহর প্রতি বিশ্বনেতৃবৃন্দের শেষ শ্রদ্ধা
সৌদি
আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের প্রতি শেষ প্রদ্ধা নিবেদন করলেন
বিশ্ব নেতৃবৃন্দ। বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি
আরবে ছুটে যান বাংলাদেশের প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। শুক্রবার ভোরে
বাদশাহ আবদুল্লাহ মারা যাওয়ার পর ওই দিনই তার দাফন সম্পন্ন হয়েছে। বাদ আসর
রাজধানী রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ গ্র্যান্ড মসজিদে তার নামাজে
জানাজা হয়। সাদা কাফনে আবৃত বাদশাহর মরদেহ আল-ওউদ সমাধিক্ষেত্রে
সাদামাটাভাবে দাফন করা হয়। জানাজা পড়ান গ্রান্ড মুফতি শেখ আবদুল আজিজ আল
শেখ। এতে অংশ নেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের নেতৃবৃন্দ। রিয়াদের গ্রান্ড
মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নেন ক্রাউন প্রিন্স মুকরিন, ডেপুটি ক্রাউন
প্রিন্স মোহাম্মদ বিন নাইফ, সেকেন্ড ডেপুটি প্রিমিয়ার ও স্বরাষ্ট্রমন্ত্রী,
রাজপরিবারের সদস্যবৃন্দ এবং দেশী-বিদেশী উচ্চপদস্থ ব্যক্তিবর্গ। বিশ্ব
নেতৃবৃন্দের মধ্যে জানাজায় অংশ নেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ
এরদোগান, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, পাকিস্তানের
প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল-খলিফা,
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল জাবের আল-সাবাহ, কাতারের আমির শেখ
হামাদ বিন খলিফা আল থানি, সুদানের প্রেসিডেন্ট ওমর বশির, বাহরাইনের
প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল-খলিফা, মিশরের প্রধানমন্ত্রী
ইব্রাহিম মাহলাব, ওমানের উপপ্রধানমন্ত্রী ফাহদ বিন মাহমুদ আল সাঈদ, সংযুক্ত
আরব আমিরাত সুপ্রিম কাউন্সিলের সদস্য এবং শারজাহর শাসক শেখ সুলতান বিন
মোহাম্মদ আল-কাসিমি, রাস-এর শাসক আল-খাইমাহ শেখ সৌদ বিন সাকর আল-কাসিমি,
আজমানের শাসক শেখ হুমাইদ বিন রশিদ আল-নুয়াইমি এবং আজমানের ক্রাউন প্রিন্স
শেখ আম্মার বিন হুমাইদ আল নুয়াইমিসহ আরও কয়েকটি দেশের নেতৃবৃন্দ। দাফনের
সময় আল-ওউদ সমাধিক্ষেত্রে উপস্থিত ছিলেন নতুন বাদশাহ সালমান। বিশ্ব
নেতৃবৃন্দ তাকে সমবেদনা জানান। আফ্রিকান মহাদেশ থেকে উপস্থিত ছিলেন
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হাইলেমরিময়াম দেসালেগন। পরে যেসব নেতৃবৃন্দ রিয়াদে
পৌঁছেছেন, তাদের মধ্যে রয়েছেন- ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস,
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক এবং ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম।
গতকাল সৌদি আরব পৌঁছানোর কথা বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, বৃটিশ
যুবরাজ চার্লস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদের। এছাড়া কয়েক
দিনের মধ্যে সৌদি আরব সফর করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের
নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। মঙ্গলবার নয়া দিল্লি থেকে সৌদি আরবে
যাওয়ার কথা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার। বিশ্বের বিভিন্ন
দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গতকাল প্রয়াত বাদশাহর প্রতি তাদের শেষ
শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তারা নতুন বাদশাহ সালমানের সঙ্গে সাক্ষাৎ
করে প্রয়াত বাদশাহর প্রতি তাদের শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য,
রিয়াদে অনুষ্ঠিত জানাজার পর মক্কায় একাধিক স্থানে নামাজে জানাজা অনুষ্ঠিত
হয়। এতে অংশ নেন হাজারো ওমরাহযাত্রী। এছাড়া বাদশাহ সালমান সৌদি আরবের সকল
মসজিদে বাদ মাগরিব জানাজা পড়ানোর আদেশ দেন। প্রয়াত বাদশাহ আবদুল্লাহর প্রতি
সম্মান প্রদর্শনে বাহরাইন ও জর্ডান ইতিমধ্যে ৪০ দিনের শোক ঘোষণা করেছে।
কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে চলছে তিন দিনের শোক। বাংলাদেশে গতকাল একদিনের
রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
No comments