সরস্বতী পূজা আজ
সরস্বতী পূজা আজ। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চেপে দেবী সরস্বতী এই জগতে আসেন। বিদ্যাদেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির, অস্থায়ী পূজামণ্ডপ এবং ঘরে ঘরে আজ এই পূজা উদযাপিত হচ্ছে। পূজার্থীরা আজ মায়ের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দেবেন। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতার সূচনা হয়েছে। ধর্মীয় রীতি অনুযায়ী সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর হবে পূজা অর্চনা। এই পূজায় আমের মুকুল, দোয়াত কলম, যবের শীষ, বাসন্তি রঙের গাধা ফুলের প্রয়োজন হয়। পুরোহিতরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ এ মন্ত্র উচ্চারণ করে বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনা করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে চরণামৃত নেবেন। অনেক স্থানে দেবীর সামনে ‘হাতেখড়ি’ দিয়ে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে। আবার অনেক স্থানে এ উপলক্ষে ব্রাহ্মণভোজ ও পিতৃতর্পণ প্রথাও চালু রয়েছে। পূজার পরের দিনটি শীতল ষষ্ঠী নামে পরিচিত। সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। তবে তান্ত্রিক সাধকেরা সরস্বতী-সদৃশ দেবী বাগেশ্বরীর পূজা করতেন। শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী দেবীর পূজা অর্চনার প্রচলন হয় বিংশ শতাব্দীর প্রথমদিকে। ভক্তদের বিশ্বাস, দেবী সরস্বতী খুশি হলে বিদ্যা ও বুদ্ধি অর্জিত হবে। সরস্বতী পূজা উপলক্ষে আজ সন্ধ্যায় হবে আলোকসজ্জা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতি, প্রসাদ বিতরণ ও আলোচনা সভা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে জমজমাট পূজা উৎসবের আয়োজন করা হয়েছে। ভোরে প্রতিমা স্থাপনের মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া রোকেয়া হল, ফজিলাতুন্নেছা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, শামসুন্নাহার হলেও ঘটা করে সরস্বতী পূজা পালিত হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সরস্বতী পূজার আয়োজন করেছে মন্দির কমিটি। এখানে সকাল ৬টায় প্রতিমা স্থাপন, ৯টায় মন্ত্র পাঠ, সকাল ১০টায় পুষ্পাঞ্জলি প্রদান, ১১টায় প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আলোকসজ্জা ও আরতির আয়োজন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), ঢাকা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, তেজগাঁও কলেজ, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, শাঁখারীবাজার, তাঁতীবাজার পুরান ঢাকার বাণী ভবনসহ অনেক স্থানে বিভিন্ন মণ্ডপে জাঁকজমকভাবে আজ সরস্বতী পূজা উদযাপিত হবে। এছাড়া, ভোলানন্দ গিরি আশ্রম অভয় দাস লেনের নিজস্ব প্রাঙ্গণ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস পূজা পরিষদ সিজিএ কার্যালয় প্রাঙ্গণ, ঢাকা অফিসার্স ক্লাব নিজস্ব ক্লাব প্রাঙ্গণ, ব্যাংকার্স পূজা পরিষদ হাটখোলায় জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ প্রাঙ্গণে বাণী অর্চনার আয়োজন করা হয়েছে। ভোরে রামকৃষ্ণ মঠ ও মিশনের মূল মন্দিরে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। যা চলবে রাত অব্দি। এদিকে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মূল শাখা নিউ বেইলি রোডে শিক্ষার্থীরা তৃতীয়বারের মতো সরস্বতী পূজা উদযাপন করছে। এছাড়া, সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগেও জাঁকজমকভাবে এ পূজা উদযাপিত হবে।
হরতাল প্রত্যাহারের আবেদন: এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে. এল. ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি গতকাল এক যুক্ত বিবৃতিতে আজ রোববার শ্রীশ্রী সরস্বতী পূজার দিন উপলক্ষে বিএনপিসহ ২০ দলীয় জোট কর্তৃক আহূত দেশব্যাপী হরতাল প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
হরতাল প্রত্যাহারের আবেদন: এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দেব এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জে. এল. ভৌমিক ও সাধারণ সম্পাদক নারায়ণ সাহা মনি গতকাল এক যুক্ত বিবৃতিতে আজ রোববার শ্রীশ্রী সরস্বতী পূজার দিন উপলক্ষে বিএনপিসহ ২০ দলীয় জোট কর্তৃক আহূত দেশব্যাপী হরতাল প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
No comments