কারস্টেনকে চায় দক্ষিণ আফ্রিকা
মাত্রই কদিন হলো, বিশ্বকাপের পর সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোরি ফন জিল। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে ফন জিলের উত্তরসূরি মনোনীত করে ফেলেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। ঝামেলা হলো, তাঁকে পাওয়া যাবে কি না, সেটাই ঠিক নেই। অন্য একটি দেশের কোচ হিসেবে যে খুবই ভালো করছেন তিনি! তবে ঘরের ছেলেকে এবার ঘরে ফিরিয়ে আনতে চায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা, কোচ হিসেবে চায় তারা গ্যারি কারস্টেনকে।
ভারতের কোচ হিসেবে আড়াই বছরের দায়িত্বে কারস্টেনের সাফল্যই উদ্বুদ্ধ করেছে তাঁর স্বদেশিদের। কারস্টেনের কোচিংয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত, তিন ধরনের ক্রিকেটেই পেয়ে আসছে ধারাবাহিক সাফল্য। ফন জিল যখন সরে দাঁড়াবেন, কারস্টেনের সঙ্গে ভারতের চুক্তিও শেষ হবে তখনই। তবে কারস্টেনকে পাওয়া খুব সহজ হবে না দক্ষিণ আফ্রিকার। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিসহ ভারতের সিনিয়র ক্রিকেটারদের অনেকেই বোর্ডকে অনুরোধ করেছেন কারস্টেনের চুক্তি বাড়ানোর জন্য। বিসিসিআই অবশ্য বিশ্বকাপের পারফরম্যান্স দেখেই সিদ্ধান্ত নিতে চায়। বিশ্বকাপে ভারত কাঙ্ক্ষিত সাফল্য পেলে তাই কারস্টেনকে পাওয়া না-ও হতে পারে দক্ষিণ আফ্রিকার।
ভারতের কোচ হিসেবে আড়াই বছরের দায়িত্বে কারস্টেনের সাফল্যই উদ্বুদ্ধ করেছে তাঁর স্বদেশিদের। কারস্টেনের কোচিংয়ে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে ভারত, তিন ধরনের ক্রিকেটেই পেয়ে আসছে ধারাবাহিক সাফল্য। ফন জিল যখন সরে দাঁড়াবেন, কারস্টেনের সঙ্গে ভারতের চুক্তিও শেষ হবে তখনই। তবে কারস্টেনকে পাওয়া খুব সহজ হবে না দক্ষিণ আফ্রিকার। শচীন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনিসহ ভারতের সিনিয়র ক্রিকেটারদের অনেকেই বোর্ডকে অনুরোধ করেছেন কারস্টেনের চুক্তি বাড়ানোর জন্য। বিসিসিআই অবশ্য বিশ্বকাপের পারফরম্যান্স দেখেই সিদ্ধান্ত নিতে চায়। বিশ্বকাপে ভারত কাঙ্ক্ষিত সাফল্য পেলে তাই কারস্টেনকে পাওয়া না-ও হতে পারে দক্ষিণ আফ্রিকার।
No comments