লাদেনের হামলার হুমকি উড়িয়ে দিয়েছে ফ্রান্স
আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের জঙ্গি হামলার হুমকি উড়িয়ে দিয়েছে ফ্রান্স। ফরাসি পাঁচ নাগরিককে অপহরণের দাবিও প্রত্যাখ্যান করেছে ফ্রান্স কর্তৃপক্ষ। তবে হামলার হুমকির তীব্র নিন্দা জানিয়েছে তারা। অডিও টেপটি যে আসলেই ওসামার তাও স্বীকার করে নিয়েছে তারা।
আল জাজিরা গত বুধবার ওসামার প্রায় দুই মিনিটের একটি অডিও টেপ প্রচার করে। ওই টেপে ওসামা বলেন, প্রকাশ্য স্থানে ফ্রান্স নারীদের বোরকা পরার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা আল-কায়েদাকে তাঁদের হাতে আটক পাঁচ ফরাসিকে হত্যা করার বৈধতা দিয়েছে।
ওসামার ওই অডিও ভাষণের প্রতিক্রিয়ায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনার গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা যেকোনো হামলার ব্যাপারে সতর্ক আছেন। তবে তাঁরা মনে করেন, ফরাসিদের অপহরণ করার পেছনে ওসামার হাত নেই। তিনি বলেন, ওসামা সাহারার অপহূত ব্যক্তিদের কথা বলে সুবিধা আদায় করতে চাইছেন। পাকিস্তানের দুর্গম এলাকায় লুকিয়ে থেকে সাহারার মতো দূরবর্তী এলাকার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ রাখার মতো সক্ষমতা ওসামার আছে বলে তাঁরা মনে করেন না।
আল জাজিরা গত বুধবার ওসামার প্রায় দুই মিনিটের একটি অডিও টেপ প্রচার করে। ওই টেপে ওসামা বলেন, প্রকাশ্য স্থানে ফ্রান্স নারীদের বোরকা পরার ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা আল-কায়েদাকে তাঁদের হাতে আটক পাঁচ ফরাসিকে হত্যা করার বৈধতা দিয়েছে।
ওসামার ওই অডিও ভাষণের প্রতিক্রিয়ায় ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কুচনার গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা যেকোনো হামলার ব্যাপারে সতর্ক আছেন। তবে তাঁরা মনে করেন, ফরাসিদের অপহরণ করার পেছনে ওসামার হাত নেই। তিনি বলেন, ওসামা সাহারার অপহূত ব্যক্তিদের কথা বলে সুবিধা আদায় করতে চাইছেন। পাকিস্তানের দুর্গম এলাকায় লুকিয়ে থেকে সাহারার মতো দূরবর্তী এলাকার অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ রাখার মতো সক্ষমতা ওসামার আছে বলে তাঁরা মনে করেন না।
No comments