আইসিবির ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ২০০৯-১০ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে। এর মধ্যে বোনাস শেয়ারে ২৫ ও নগদে ১৫ শতাংশ লভ্যাংশ প্রদান করা হবে।
ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত আইসিবির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
আইসিবির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দীনা আহসানসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আইসিবি ২০০৯-১০ অর্থবছরে ২১৩ কোটি পাঁচ লাখ টাকার নিট মুনাফা অর্জন করে, যা আগের অর্থবছরের তুলনায় ৯০ দশমিক ৮৫ শতাংশ বেশি এবং আইসিবির প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। এই অর্থবছরে উভয় স্টক এক্সচেঞ্জে আইসিবি ও এর সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মোট লেনদেনের পরিমাণ ছিল ১২ হাজার ৪৩৫ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১২৯ শতাংশ বেশি।
ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কেন্দ্রে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত আইসিবির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।
আইসিবির চেয়ারম্যান এম খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) দীনা আহসানসহ পরিচালকেরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, আইসিবি ২০০৯-১০ অর্থবছরে ২১৩ কোটি পাঁচ লাখ টাকার নিট মুনাফা অর্জন করে, যা আগের অর্থবছরের তুলনায় ৯০ দশমিক ৮৫ শতাংশ বেশি এবং আইসিবির প্রতিষ্ঠার পর থেকে সর্বোচ্চ। এই অর্থবছরে উভয় স্টক এক্সচেঞ্জে আইসিবি ও এর সাবসিডিয়ারি কোম্পানিগুলোর মোট লেনদেনের পরিমাণ ছিল ১২ হাজার ৪৩৫ কোটি টাকা, যা আগের বছরের চেয়ে ১২৯ শতাংশ বেশি।
No comments