আপাতত নতুন কোন বিজ্ঞাপন নেই
*বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
**ঈদের পর এখনও শুটিং শুরু করিনি। তবে শিগগিরই শুটিং শুরু করব। প্রচার চলতি ধারাবাহিক নাটকের সিডিউল দেয়া রয়েছে।
*অন্যান্য ব্যস্ততা?
**বেশকিছু ধারাবাহিক নাটকের শুটিং করছি। প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক বাতিঘর, চোরকাঁটা, দ্য এ টিম। ধারাবাহিক ভেঙে যাওয়া স্বপ্নগুলো, এই শহরের গল্প নাটক প্রচারের অপেক্ষায় আছে।
*বিজ্ঞাপনের কেমন সাড়া পাচ্ছেন?
**তিব্বতের একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। ভালো সাড়া পাচ্ছি। আপাতত কোনো নতুন বিজ্ঞাপন আসছে না।
*নাচে কেন নিয়মিত হচ্ছেন না?
**নাচে অনেক সময় দিতে হয়। নিয়মিত অভিনয় ও সংসারে সময় দিয়ে নাচ করতে পারছি না। তবে বিশেষ দিবসের জন্য নাচ করছি। নাচে নিয়মিত হতে পারলে ভালো হতো। আমার ভক্তরা আমাকে ভিন্ন রূপে দেখতে পারতেন।
*আপনাকে ধারাবাহিক নাটকে বেশি দেখা যায়...
**এখন খণ্ড নাটক তেমন বেশি নির্মিত হচ্ছে না। শুধু বিশেষ দিবসে নির্মাণ করা হচ্ছে। তাই ধারাবাহিক নাটকে বেশি অভিনয় করছি। বিএম ইমরান
**ঈদের পর এখনও শুটিং শুরু করিনি। তবে শিগগিরই শুটিং শুরু করব। প্রচার চলতি ধারাবাহিক নাটকের সিডিউল দেয়া রয়েছে।
*অন্যান্য ব্যস্ততা?
**বেশকিছু ধারাবাহিক নাটকের শুটিং করছি। প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক বাতিঘর, চোরকাঁটা, দ্য এ টিম। ধারাবাহিক ভেঙে যাওয়া স্বপ্নগুলো, এই শহরের গল্প নাটক প্রচারের অপেক্ষায় আছে।
*বিজ্ঞাপনের কেমন সাড়া পাচ্ছেন?
**তিব্বতের একটি বিজ্ঞাপন প্রচার হচ্ছে। ভালো সাড়া পাচ্ছি। আপাতত কোনো নতুন বিজ্ঞাপন আসছে না।
*নাচে কেন নিয়মিত হচ্ছেন না?
**নাচে অনেক সময় দিতে হয়। নিয়মিত অভিনয় ও সংসারে সময় দিয়ে নাচ করতে পারছি না। তবে বিশেষ দিবসের জন্য নাচ করছি। নাচে নিয়মিত হতে পারলে ভালো হতো। আমার ভক্তরা আমাকে ভিন্ন রূপে দেখতে পারতেন।
*আপনাকে ধারাবাহিক নাটকে বেশি দেখা যায়...
**এখন খণ্ড নাটক তেমন বেশি নির্মিত হচ্ছে না। শুধু বিশেষ দিবসে নির্মাণ করা হচ্ছে। তাই ধারাবাহিক নাটকে বেশি অভিনয় করছি। বিএম ইমরান
No comments