আবারো আনুষ্কায় মজেছেন রণবীর
বলিউডের সুইট বয় খ্যাত রণবীর সিং সম্প্রতি
টুইটারে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিটিতে তিনি আনুষ্কার পাশে বসে আছেন, আর
কফি খেতে খেতে কথা বলছেন । এই ছবিটি দেখেই সমালোচকরা বলাবলি করছেন যে,
রণবীর আবারো আনুষ্কায় মজেছেন।
জয়া আক্তারের ‘দিল ধারাকনে দো’ চলচ্চিত্রটির শ্যুটিংয়ে অংশ নেয়ার জন্যে রণবীর-আনুষ্কা দুজনেই বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন। এই চলচ্চিত্রটিতে রণবীরে বিপরীতে রয়েছেন আনুষ্কা। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আক্তার, অনিল কাপুর, রাহুল বোস প্রমুখ।
এদিকে ‘দিল ধারাকনে দো’ চলচ্চিত্রটির শ্যুটিং শুরু সঙ্গে সঙ্গেই বিভিন্ন মাধ্যমে খবর বের হয় যে, রণবীর-আনুষ্কার মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে পুরনো প্রেমিকার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাচ্ছেন বলিউডের এই সুইট বয়।
তবে দেখার বিষয় হলো রণবীর-আনুষ্কার লুকোচুরি গল্পটা কতদিন চলে। নাকি শ্যুটিং শেষে আবারো নিজ গন্তব্যে ফিরে যাবেন দুজনে, তা জানার জন্যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
জয়া আক্তারের ‘দিল ধারাকনে দো’ চলচ্চিত্রটির শ্যুটিংয়ে অংশ নেয়ার জন্যে রণবীর-আনুষ্কা দুজনেই বর্তমানে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থান করছেন। এই চলচ্চিত্রটিতে রণবীরে বিপরীতে রয়েছেন আনুষ্কা। এছাড়া বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আক্তার, অনিল কাপুর, রাহুল বোস প্রমুখ।
এদিকে ‘দিল ধারাকনে দো’ চলচ্চিত্রটির শ্যুটিং শুরু সঙ্গে সঙ্গেই বিভিন্ন মাধ্যমে খবর বের হয় যে, রণবীর-আনুষ্কার মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। আর সেই সুযোগটাই কাজে লাগিয়ে পুরনো প্রেমিকার সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাচ্ছেন বলিউডের এই সুইট বয়।
তবে দেখার বিষয় হলো রণবীর-আনুষ্কার লুকোচুরি গল্পটা কতদিন চলে। নাকি শ্যুটিং শেষে আবারো নিজ গন্তব্যে ফিরে যাবেন দুজনে, তা জানার জন্যে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।
No comments