লিওনেল মেসির এই কাজটি ভাল হয়নি > এই কাজটি ভাল হয়েছে...
ব্রাজিল বিশ্বকাপে সবার চোখ কার দিকে? সবাই এক বাক্যে নিশ্চয় আর্জেন্টাইন ফেরোয়ার্ড লিওনেল মেসির নামটিই উচ্চারণ করবেন। শুধু গতি আর কৌশলের জন্যই নয় বিনয়-নম্রতার জন্যও মেসির প্রতি সবার দুর্বলতা রয়েছে। ফুটবল মাঠের সবচেয়ে নম্র ভদ্র ছেলে হিসেবেই তাকে জানে সবাই। কিন্তু বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচের দিন তিনি এমন একটা কাজ করলেন যা শুনলে মেসিভক্ত যে কারোরই কষ্ট পাওয়ার কথা!
খেলা শুরুর আগে একটি শিশুর বাড়িয়ে দেয়া হাত প্রত্যাখ্যান করেছেন মেসি! ছোট্ট শিশুটিকে ওভাবে উপেক্ষা করা কি তার মতো ভদ্র খেলোয়াড়ের সাজে!!
তবে পাঠক, এতোটুকু পড়ার পর দয়া করে মেসির প্রতি বিরক্ত হবেন না। এটা মজা করে বলা! শিশুটি আসলে এতোই ছোট যে তাকে মেসির দৃষ্টিগোচরই হয়নি। নিচের দিকে তাকালে নিশ্চয় চোখে পড়তো। যাইহোক, বেচারা শিশু! ওর কপালটাই খারাপ। ভাগ্য ভালো হলে দ্বিতীয়বার কোথাও দেখা হবে, হাত মেলানোরও সুযোগ হতে পারে। অবশ্য পরে তিনি ওই শিশুকে নিজ কক্ষে ডেকে নেন। মেসি মেসির মতোই কাজ করেছেন!!!
খেলা শুরুর আগে একটি শিশুর বাড়িয়ে দেয়া হাত প্রত্যাখ্যান করেছেন মেসি! ছোট্ট শিশুটিকে ওভাবে উপেক্ষা করা কি তার মতো ভদ্র খেলোয়াড়ের সাজে!!
তবে পাঠক, এতোটুকু পড়ার পর দয়া করে মেসির প্রতি বিরক্ত হবেন না। এটা মজা করে বলা! শিশুটি আসলে এতোই ছোট যে তাকে মেসির দৃষ্টিগোচরই হয়নি। নিচের দিকে তাকালে নিশ্চয় চোখে পড়তো। যাইহোক, বেচারা শিশু! ওর কপালটাই খারাপ। ভাগ্য ভালো হলে দ্বিতীয়বার কোথাও দেখা হবে, হাত মেলানোরও সুযোগ হতে পারে। অবশ্য পরে তিনি ওই শিশুকে নিজ কক্ষে ডেকে নেন। মেসি মেসির মতোই কাজ করেছেন!!!
No comments