হারলে লিওনেল মেসিকে দোষ দেবেন না -দিয়েগো ম্যারাডোনা
দিয়েগো ম্যারাডোনা আবার মুখ খুললেন।
বেলজিয়ামের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা হেরে গেলে
দয়া করে লিওনেল মেসিকে দোষ দেবেন না।’ বিশ্ব ফুটবলের রাজপুত্রের এই
মন্তব্যের পর নানা মহলে নানা প্রতিক্রিয়া। তবে কী ম্যারাডোনা ম্যাচের আগেই
আর্জেন্টিনার ‘দেয়াল লিখন’ পড়তে পারছেন। বলছেন, ‘আর্জেন্টিনার খেলার মধ্যে
বহু দোষত্র“টি রয়েছে। এখনও তা কাটিয়ে উঠতে পারেনি টিমটা। পুরো টিমটা যেন
মেসিনির্ভর। কিন্তু ফুটবল টিম গেম। সবার তা মনে রাখা দরকার।’
ম্যারাডোনার মন্তব্যের পর ল্যাটিন আমেরিকার খবরের কাগজে হইচই শুরু হয়ে যায়। খবর পৌঁছে যায় আর্জেন্টিনা শিবিরে। ব্রাসিলিয়া যাওয়ার আগে মেসিরা রুদ্ধদ্বার অনুশীলন করেন। সেখানে বার্সেলোনা তারকাকে পাওয়া গেল হাল্কা মেজাজে। প্রস্তুত বেলজিয়ামও। পরিসংখ্যান বলছে, বেলজিয়াম গোলকিপার থিবো কুর্তোয়া ও লিওনেল মেসির টক্কর হয়েছে স্প্যানিশ লীগে। কুর্তোয়া স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে খেলেন। মেসি বার্সেলোনাতে। ফলে লা-লীগা, চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ মিলিয়ে গত মৌসুমে সাতবার দেখা হয়েছে। একবারও কুর্তোয়াকে বোকা বানিয়ে বল জালে ঠেলতে পারেননি মেসি।
উপরের পরিসংখ্যান পড়ার পর আর্জেন্টিনা ভক্তরা চমকে উঠতে পারেন। বিশ্বসেরা গোলকিপারদের মধ্যে কুর্তোয়া অন্যতম। সাবেক ডাচ গোলকিপার ভ্যান ডার সার বিশ্বকাপ শুরুর এক মাস আগে কুর্তোয়াকে লম্বা চওড়া সার্টিফিকেট দিয়েছিলেন। সেই কুর্তোয়া আবার ইএসপিএনে সাক্ষাৎকারে বলেছেন, ‘মেসির বিরুদ্ধে বহু ম্যাচ খেলেছি। বড় ফুটবলার সন্দেহ নেই। কিন্তু মাঠে আমি একবারও ভয় পাইনি। আমার বিরুদ্ধে মেসি গোল করতে পারেনি। মেসির পায়ে বল গেলেই আমার ষষ্ঠ ইন্দ্রিয় সতর্ক হয়ে জেগে ওঠে।’
আজকের ম্যাচ নিয়েও কুর্তোয়া অকুতোভয়। বলেছেন, ‘আর্জেন্টিনার রক্ষণ নিয়ে আমরা পর্যালোচনা করেছি। আমাদের ফরোয়ার্ডরা ওদের হারাতে পারবে বলে মনে হয়।’ যুক্তরাষ্ট্র ম্যাচের পরেই বেলজিয়াম কোচ মার্ক উইলমটস বলেছিলেন, ‘আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে রয়েছি।’ কোচের কথার প্রতিধ্বনি কুর্তোয়ার মুখে। ফলে সেখানে মেসি একা কী করবেন। এখানেই প্রশ্ন তুলেছেন ম্যারাডোনা। বলেছেন, ‘ওর ঘাড়ে অনেক বেশি, এত চাপ দেয়া ঠিক নয়। কেউ নেই ওর পাশে। একটা ফাইনাল পাস কেউ ঠিকভাবে দিতে পারে না।’ টিমের রক্ষণ সংগঠন নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন আর্জেন্টিনার সাবেক কোচ। তিনি এখন ভেনিজুয়েলাতে কোচিং করাতে চলেছেন।
একটাই ভালো লক্ষণ টিমের সবই মেসির পাশে রয়েছেন। বৃহস্পতিবার প্র্যাকটিসের পর পাবলো জাবালেতা স্বীকার করে নিয়েছেন, ‘গোটা টিম মেসিনির্ভর। আমরা সেই মেসিকে সাহায্য করছি। সব সময় ঠিক মতো সাহায্য করতে পারছি তা বলব না। তবে এটুকু বলছি বেলজিয়ামের বিরুদ্ধে আমাদের অন্য চেহারায় দেখতে পাবেন। কারণ আমাদের টিমে মেসি আছে। ওর জন্য সবাই নিজেদের উজাড় করে দেব।’ খুশির খবর, চোট সারিয়ে আগুয়েরো প্র্যাকটিসে ফিরে এসেছেন। ওয়েবসাইট।
No comments