খোলামেলা কেটিতে ক্ষুদ্ধ ক্রুজ
একটি জুয়েলারি বিজ্ঞাপনে খোলামেলা হয়ে
পোজ দিয়েছেন টম ক্রুজের সাবেক স্ত্রী কেটি হোমস। বিজ্ঞাপনের দৃশ্যে তিনি
বিবস্ত্র অবস্থায় দুই হাত দিয়ে বক্ষ আবৃত করে রেখেছেন। এ ধরনের বিতর্কিত
পোজ দেয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন টম ক্রুজ।
তিনি
বলেন, কেটির বিতর্কিত বিজ্ঞাপনের কারণে তার জীবনে নেতিবাচক প্রভাব পড়ছে।
ইতোমধ্যেই তিনি এ নিয়ে বেশ কয়েকজনের কাছে প্রশ্নেরও সম্মুখীন হয়েছেন।
গত বছরের ২৯ জুন টম ক্রুজ ও কেটি হোমসের ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। মেয়ে সুরি ক্রুজের কারণে তাদের মাঝেমধ্যেই দেখা হয়। তবে এ ঘটনার পর টম ক্রুজ আর কেটির সঙ্গে দেখা করেননি।
যদিও সাবেক স্ত্রী, তবুও কেটির নগ্নতার বিষয়টি টমকে নাড়া দিয়েছে। বিজ্ঞাপনে কেটির নগ্নতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এ ঘটনায় টম রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে কেটি বলেন, বিচ্ছেদের পর কোনো স্বামীর সাবেক স্ত্রী সম্পর্কে মন্তব্য করার অধিকার নেই।
গত বছরের ২৯ জুন টম ক্রুজ ও কেটি হোমসের ছয় বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। মেয়ে সুরি ক্রুজের কারণে তাদের মাঝেমধ্যেই দেখা হয়। তবে এ ঘটনার পর টম ক্রুজ আর কেটির সঙ্গে দেখা করেননি।
যদিও সাবেক স্ত্রী, তবুও কেটির নগ্নতার বিষয়টি টমকে নাড়া দিয়েছে। বিজ্ঞাপনে কেটির নগ্নতা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এ ঘটনায় টম রীতিমতো উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ বিষয়ে কেটি বলেন, বিচ্ছেদের পর কোনো স্বামীর সাবেক স্ত্রী সম্পর্কে মন্তব্য করার অধিকার নেই।
No comments