আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন আবদুল্লাহ সালেহ
ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অঙ্গীকার করেছেন। সৌদি আরব থেকে ফেরার পর গত রোববার প্রথম ভাষণে তিনি বিরোধীদের প্রতি সংলাপ ও আগাম নির্বাচনের প্রস্তাব দিয়েছেন।
তবে বিরোধীরা সালেহর প্রস্তাব প্রত্যাখ্যান করে অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করেছেন।গতকালসোমবার তাঁর পদত্যাগের দাবিতে রাজধানীসানাসহ সারা দেশেব্যাপক বিক্ষোভহয়েছে। দেশটির দ্বিতীয়বৃহত্তম শহর তায়েজে গতকালহাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
গত জুনে হামলায় আহত হওয়ার পর সালেহ চিকিৎসার জন্যতিন মাস সৌদি আরবে ছিলেন।
ইয়েমেনে উপজাতীয় বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন। বিদ্রোহীরা আরও ৩০ জন সেনাকে জিম্মি করেছে।
গত রোববার রাতে রাজধানী সানার ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলার পর এ ঘটনা ঘটে।
ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে ওই সেনাঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তবে বিরোধীরা সালেহর প্রস্তাব প্রত্যাখ্যান করে অবিলম্বে তাঁর পদত্যাগ দাবি করেছেন।গতকালসোমবার তাঁর পদত্যাগের দাবিতে রাজধানীসানাসহ সারা দেশেব্যাপক বিক্ষোভহয়েছে। দেশটির দ্বিতীয়বৃহত্তম শহর তায়েজে গতকালহাজার হাজার মানুষ বিক্ষোভ করে।
গত জুনে হামলায় আহত হওয়ার পর সালেহ চিকিৎসার জন্যতিন মাস সৌদি আরবে ছিলেন।
ইয়েমেনে উপজাতীয় বিদ্রোহীদের হামলায় প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর সেনাবাহিনীর একজন জেনারেল নিহত হয়েছেন। বিদ্রোহীরা আরও ৩০ জন সেনাকে জিম্মি করেছে।
গত রোববার রাতে রাজধানী সানার ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি সেনাঘাঁটিতে বিদ্রোহীদের হামলার পর এ ঘটনা ঘটে।
ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত খবরে ওই সেনাঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
No comments