শেয়ারবাজারে আবার বড় দরপতন
টানা দুই দিনের চাঙাভাবের পর আজ মঙ্গলবার আবারও পুঁজিবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১২ পয়েন্ট। সঙ্গে কমেছে লেনদেন হওয়া দুই শতাধিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১২.২২ পয়েন্ট কমে ৫৮৭৯.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট বাড়ে। ১৫ মিনিটে সূচক কমে যায় ১৯ পয়েন্ট। তবে ২৫ মিনিটে সূচক আবার ৩৭ পয়েন্ট বেড়ে যায়। প্রথম ঘণ্টার পর সূচক আবার দ্রুত কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ২৩৫টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা।
এ সময়ে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার, সিএমসি কামাল ও গ্রামীণফোন।
ডিএসই সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ১১২.২২ পয়েন্ট কমে ৫৮৭৯.১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। লেনদেনের পাঁচ মিনিটে সূচক ৩৩ পয়েন্ট বাড়ে। ১৫ মিনিটে সূচক কমে যায় ১৯ পয়েন্ট। তবে ২৫ মিনিটে সূচক আবার ৩৭ পয়েন্ট বেড়ে যায়। প্রথম ঘণ্টার পর সূচক আবার দ্রুত কমতে থাকে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৬১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ২৩৫টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা।
এ সময়ে লেনদেনে শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, এমআই সিমেন্ট, সামিট পাওয়ার, সিএমসি কামাল ও গ্রামীণফোন।
No comments