খানজাহান আলী পাওয়ার ও স্ট্যানচার্টের মধ্যে চুক্তি
যশোরের নওয়াপাড়ায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পের জন্য খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডকে পাঁচ বছর মেয়াদে দুই কোটি মার্কিন ডলারের ঋণ-সহায়তা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব ওসিসি ভেঙ্কটরামানন আনন্দরমন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার হেড অব গ্রোথ মার্কেটস নিরকুট সাপরু; হেড অব রিজিওনাল স্ট্রাকচারড ট্রেড ফিন্যান্স অ্যান্ড ফিন্যান্সিং সল্যুশন্স মিলন মেহরা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও জিম ম্যাককেইব, হেড অব অরিজিনেশন অ্যান্ড ক্লায়েন্ট কাভারেজ আবরার আনোয়ার, হেড অব সিটিএ মাহ্ফুজুর রহমান, পরিচালক-সিটিএ আরিফ আইনুল সুমন ও ফিন্যান্সিয়াল মার্কেট সেলসের সহযোগী পরিচালক সৈয়দ শাদমান রহিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহ্মুদ রাজা, খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক কে এম আহ্সান শামীম এবং সামিট গ্রুপের অর্থ পরিচালক আয়েশা আজিজ খান ও পরিচালক জাফর উম্মিদ খান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব ওসিসি ভেঙ্কটরামানন আনন্দরমন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার হেড অব গ্রোথ মার্কেটস নিরকুট সাপরু; হেড অব রিজিওনাল স্ট্রাকচারড ট্রেড ফিন্যান্স অ্যান্ড ফিন্যান্সিং সল্যুশন্স মিলন মেহরা, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও জিম ম্যাককেইব, হেড অব অরিজিনেশন অ্যান্ড ক্লায়েন্ট কাভারেজ আবরার আনোয়ার, হেড অব সিটিএ মাহ্ফুজুর রহমান, পরিচালক-সিটিএ আরিফ আইনুল সুমন ও ফিন্যান্সিয়াল মার্কেট সেলসের সহযোগী পরিচালক সৈয়দ শাদমান রহিম উপস্থিত ছিলেন।
অন্যদিকে ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান হাসান মাহ্মুদ রাজা, খানজাহান আলী পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালক কে এম আহ্সান শামীম এবং সামিট গ্রুপের অর্থ পরিচালক আয়েশা আজিজ খান ও পরিচালক জাফর উম্মিদ খান উপস্থিত ছিলেন।
No comments