মোহামেডান থাকবে তো সুপার কাপে?
দুই বছর আগে আট দলের প্রথম সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মোহামেডান। অথচ দ্বিতীয় সুপার কাপে মোহামেডান থাকবে কি না, নিশ্চিত নয়। কাল বাফুফে জানিয়েছে, এবার টুর্নামেন্ট হবে ছয় দল নিয়ে।
২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন পঞ্চম স্থানে। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এরপর ব্রাদার্স। ২০ ম্যাচে ২৪ পয়েন্ট রহমতগঞ্জের। শেখ জামাল, মুক্তিযোদ্ধা, আবাহনী ও শেখ রাসেল নিশ্চিত। পরের দুটি স্থানের জন্য লড়ছে মোহামেডান, ব্রাদার্স ও রহমতগঞ্জ।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম অবশ্য আশাবাদী। কাল শেখ জামালের কাছে হারের পরও বললেন, ‘সুপার কাপ আশা করছি খেলব। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছি না।’
দুই কোটি টাকার এই আলোচিত টুর্নামেন্টটি গত বছর হয়নি। এবারও অনিশ্চয়তা ছিল। কয়েক দিন আগে বাংলাদেশ লিগের পরই সুপার কাপ হবে বলে নিশ্চিত করে বাফুফে। কাল জানানো হয়েছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটা হবে।
২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে মোহামেডান এখন পঞ্চম স্থানে। ১৯ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এরপর ব্রাদার্স। ২০ ম্যাচে ২৪ পয়েন্ট রহমতগঞ্জের। শেখ জামাল, মুক্তিযোদ্ধা, আবাহনী ও শেখ রাসেল নিশ্চিত। পরের দুটি স্থানের জন্য লড়ছে মোহামেডান, ব্রাদার্স ও রহমতগঞ্জ।
মোহামেডান কোচ শফিকুল ইসলাম অবশ্য আশাবাদী। কাল শেখ জামালের কাছে হারের পরও বললেন, ‘সুপার কাপ আশা করছি খেলব। এটা নিয়ে দুশ্চিন্তার কিছু দেখছি না।’
দুই কোটি টাকার এই আলোচিত টুর্নামেন্টটি গত বছর হয়নি। এবারও অনিশ্চয়তা ছিল। কয়েক দিন আগে বাংলাদেশ লিগের পরই সুপার কাপ হবে বলে নিশ্চিত করে বাফুফে। কাল জানানো হয়েছে, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে ডাবল লিগ পদ্ধতিতে টুর্নামেন্টটা হবে।
No comments