লড়াই চালিয়ে যাবেন কলিংউড
যাঁর আরেক নাম ‘ফাইটার’, তিনি কি আর এত সহজে লড়াইয়ে হার মানতে পারেন? টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর হতাশাটা গোপন করেননি। কয়েক দিন আগে বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নন। কিন্তু কাল পল কলিংউড বললেন, এখনই অবসর নয়। ওয়ানডে দলে জায়গা টিকিয়ে রাখার লড়াই চালিয়ে যাবেন।
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত অ্যাশেজ সিরিজে। আর ওয়ানডের একাদশে জায়গা হারিয়েছেন গত বিশ্বকাপে। হাঁটুতে অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন এ মাসেই, ডারহামের হয়ে খেলছেন টি-টোয়েন্টি কাপে। ৩৫ বছর বয়সে ঘোষণা দিলেন নতুন লড়াইয়ের, ‘ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভালোবাসি। জাতীয় দলে খেলার অনুভূতি অসাধারণ। গত ১০ বছর যে স্বপ্নের মাঝে আমার বিচরণ, সেটির স্বাদ আরও পেতে চাই। বয়স হলে বাড়তি চাপ কিছু থাকবেই, কিছু হলেই লোকে বয়সের প্রসঙ্গ তুলবে। কিন্তু আমি নিজেকে এখনো ফিট ও ক্ষিপ্র মনে করি।’
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন গত অ্যাশেজ সিরিজে। আর ওয়ানডের একাদশে জায়গা হারিয়েছেন গত বিশ্বকাপে। হাঁটুতে অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছেন এ মাসেই, ডারহামের হয়ে খেলছেন টি-টোয়েন্টি কাপে। ৩৫ বছর বয়সে ঘোষণা দিলেন নতুন লড়াইয়ের, ‘ইংল্যান্ডের হয়ে খেলতে আমি ভালোবাসি। জাতীয় দলে খেলার অনুভূতি অসাধারণ। গত ১০ বছর যে স্বপ্নের মাঝে আমার বিচরণ, সেটির স্বাদ আরও পেতে চাই। বয়স হলে বাড়তি চাপ কিছু থাকবেই, কিছু হলেই লোকে বয়সের প্রসঙ্গ তুলবে। কিন্তু আমি নিজেকে এখনো ফিট ও ক্ষিপ্র মনে করি।’
No comments