জুভেন্টাসে যাচ্ছেন না অ্যাগুয়েরো
এবারের দলবদলের মৌসুমেই আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরো ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি জমাবেন বলে শোনা যাচ্ছিল। অ্যাটলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য ২২ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল জুভেন্টাস। কিন্তু খুব শিগগির তিনি মাদ্রিদ ছাড়বেন না বলে জানিয়েছে তাঁর এজেন্ট হার্নান রেগুয়েরা।
স্প্যানিশ সংবাদপত্র এএসকে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যাগুয়েরোর এজেন্ট বলেছেন, ‘অ্যাগুয়েরো পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে চায়, এটা ঠিক। কিন্তু সে জন্য তিনি দলবদলের কথা ভাবছেন না। আপাতত আমরা তাঁর সামনে বিকল্প পথগুলোর কথা ভাবছি। চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অনেক কিছু ভাবতে হবে। তবে এ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে একটা সফল কোপা আমেরিকা মিশনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন অ্যাগুয়েরো।’
জুভেন্টাস ছাড়াও চেলসি, ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য উদগ্রীব হয়ে আছে।
স্প্যানিশ সংবাদপত্র এএসকে দেওয়া এক সাক্ষাত্কারে অ্যাগুয়েরোর এজেন্ট বলেছেন, ‘অ্যাগুয়েরো পরবর্তী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে চায়, এটা ঠিক। কিন্তু সে জন্য তিনি দলবদলের কথা ভাবছেন না। আপাতত আমরা তাঁর সামনে বিকল্প পথগুলোর কথা ভাবছি। চূড়ান্ত একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অনেক কিছু ভাবতে হবে। তবে এ মুহূর্তে আর্জেন্টিনার হয়ে একটা সফল কোপা আমেরিকা মিশনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন অ্যাগুয়েরো।’
জুভেন্টাস ছাড়াও চেলসি, ম্যানচেস্টার সিটি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য উদগ্রীব হয়ে আছে।
No comments