পাঁচ মাস পর হাসপাতাল ছাড়লেন কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গিফোর্ডস হাসপাতাল ছেড়েছেন। বন্দুকধারীর গুলিতে আহত হয়ে প্রায় পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর গত বুধবার তিনি হাসপাতাল ছাড়েন।
গত জানুয়ারিতে অ্যারিজোনার টুসনে সভা চলার সময় একজন বন্দুকধারী গুলি ছুড়লে গিফোর্ডস আহত হন। এর পর থেকে তিনি হিউস্টনের টিআইআরআর হারম্যান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা জেরার্ড ফ্রান্সিসকো এক বিবৃতিতে জানান, গ্যাব্রিয়েল গিফোর্ডসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। দিন দিন তাঁর উন্নতি হচ্ছে। গিফোর্ডসের আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই।
হাসপাতাল থেকে টেক্সাসের লিগ সিটিতে স্বামী মহাকাশযান এনডেভরের অধিনায়ক মার্ক কেলির বাড়িতে যাওয়ার কথা গিফোর্ডসের।
টুসনে ৮ জানুয়ারির গুলিবর্ষণের ঘটনায় একজন বিচারক ও নয় বছরের একটি শিশুসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।
গত জানুয়ারিতে অ্যারিজোনার টুসনে সভা চলার সময় একজন বন্দুকধারী গুলি ছুড়লে গিফোর্ডস আহত হন। এর পর থেকে তিনি হিউস্টনের টিআইআরআর হারম্যান হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা জেরার্ড ফ্রান্সিসকো এক বিবৃতিতে জানান, গ্যাব্রিয়েল গিফোর্ডসের শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেক ভালো। দিন দিন তাঁর উন্নতি হচ্ছে। গিফোর্ডসের আর হাসপাতালে থাকার প্রয়োজন নেই।
হাসপাতাল থেকে টেক্সাসের লিগ সিটিতে স্বামী মহাকাশযান এনডেভরের অধিনায়ক মার্ক কেলির বাড়িতে যাওয়ার কথা গিফোর্ডসের।
টুসনে ৮ জানুয়ারির গুলিবর্ষণের ঘটনায় একজন বিচারক ও নয় বছরের একটি শিশুসহ ছয়জন নিহত হয়। এ ঘটনায় ২২ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করা হয়। তবে মানসিক ভারসাম্যহীন হওয়ায় তাঁকে বিচারের আওতায় আনা হয়নি।
No comments