পশ্চিমবঙ্গে কংগ্রেস তৃণমূল জোটের জয়ের আভাস
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এবার বিপুল ভোটে জয়ী হতে পারে কংগ্রেস-তৃণমূল জোট। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বুথ-ফেরত সমীক্ষায় এ আভাস পাওয়ার কথা জানিয়েছে কলকাতার তিনটি টেলিভিশন চ্যানেল।
নির্বাচনে ছয় পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল। ভোট নেওয়া শেষ হওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেল বুথ-ফেরত সমীক্ষা প্রচার করতে শুরু করে।
স্টার আনন্দ নেলসন তাদের সমীক্ষায় বলেছে, এবার বিধান সভার ২৯৪ আসনের মধ্যে কংগ্রেস-তৃণমূল জোট পাবে ২২১টি আসন। তৃণমূল একাই পাবে ১৮১টি আসন। কংগ্রেস পাবে ৪০টি আসন। অন্যদিকে বামফ্রন্ট পাবে ৬২টি আসন। বিজেপি দুটি ও অন্যরা নয়টি আসন পাবে।
মহুয়া টিভি তাদের সমীক্ষায় বলেছে, কংগ্রেস-তৃণমূল জোট ১৮৭টি আসন পাবে। তৃণমূল ১৫২টি, শরিক এসইউসিআই দুটি এবং কংগ্রেস ৩৩টি আসন পাবে। বামফ্রন্ট পাবে ১০০টি। বিজেপি একটি ও অন্যরা ছয়টি আসন পাবে।
ইন্ডিয়া টিভি সমীক্ষায় বলেছে, কংগ্রেস-তৃণমূল জোট ২২৭টি, বামফ্রন্ট ৫৮টি, বিজেপি দুটি ও অন্যরা সাতটি আসন পাবে।
নির্বাচনে ছয় পর্বের ভোট গ্রহণ শেষ হয়েছে গতকাল। ভোট নেওয়া শেষ হওয়ার পর বিভিন্ন টেলিভিশন চ্যানেল বুথ-ফেরত সমীক্ষা প্রচার করতে শুরু করে।
স্টার আনন্দ নেলসন তাদের সমীক্ষায় বলেছে, এবার বিধান সভার ২৯৪ আসনের মধ্যে কংগ্রেস-তৃণমূল জোট পাবে ২২১টি আসন। তৃণমূল একাই পাবে ১৮১টি আসন। কংগ্রেস পাবে ৪০টি আসন। অন্যদিকে বামফ্রন্ট পাবে ৬২টি আসন। বিজেপি দুটি ও অন্যরা নয়টি আসন পাবে।
মহুয়া টিভি তাদের সমীক্ষায় বলেছে, কংগ্রেস-তৃণমূল জোট ১৮৭টি আসন পাবে। তৃণমূল ১৫২টি, শরিক এসইউসিআই দুটি এবং কংগ্রেস ৩৩টি আসন পাবে। বামফ্রন্ট পাবে ১০০টি। বিজেপি একটি ও অন্যরা ছয়টি আসন পাবে।
ইন্ডিয়া টিভি সমীক্ষায় বলেছে, কংগ্রেস-তৃণমূল জোট ২২৭টি, বামফ্রন্ট ৫৮টি, বিজেপি দুটি ও অন্যরা সাতটি আসন পাবে।
No comments