বেন আলীর প্রাসাদ থেকে মাদকদ্রব্যসহ নানা সামগ্রী উদ্ধার
তিউনিসিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বেন আলীর কার্থেজের প্রাসাদ থেকে মাদকদ্রব্যসহ বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দেশটির সরকারি সংবাদমাধ্যমে এ খবর জানানো হয়।
গত জানুয়ারিতে ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সেসবের তদন্ত করতে গঠিত হয় একটি জাতীয় কমিশন। তিন দিন আগে সেই কমিশন সাবেক প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ৪০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করে। এ ছাড়া অলংকার, কিছু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী, যুক্তরাষ্ট্রে তৈরি একটি মেশিনগান ও ১৮ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
গত জানুয়ারিতে ব্যাপক গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান বেন আলী। তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। সেসবের তদন্ত করতে গঠিত হয় একটি জাতীয় কমিশন। তিন দিন আগে সেই কমিশন সাবেক প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ৪০ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার করে। এ ছাড়া অলংকার, কিছু মূল্যবান প্রত্নতাত্ত্বিক সামগ্রী, যুক্তরাষ্ট্রে তৈরি একটি মেশিনগান ও ১৮ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।
No comments