আবার রদ্রিগেজের হ্যাটট্রিক
তবে কি লিভারপুলের জন্য সুসময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন কেনি ডালগ্লিশ? স্কটিশ এই কোচ গত জানুয়ারিতে দলের দায়িত্ব নেওয়ার পর থেকে ঘুরে দাঁড়িয়েছে ইংলিশ ক্লাবটি। একসময় পয়েন্ট টেবিলের ১৮-১৯-এ নেমে যাওয়া লিভারপুল উঠে এসেছে পাঁচে। পরশু ফুলহামকে ২-৫ গোলে হারিয়ে এখন স্বপ্ন দেখছে ইউরোপা লিগে খেলার।
শুধু ডালগ্লিশ নয়, লিভারপুলের রূপবদলের অন্যতম কারিগর ম্যাক্সি রদ্রিগেজের দুর্দান্ত ফর্ম। গত তিন ম্যাচে দুটো হ্যাটট্রিকসহ সাত গোল করেছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। পরশু এলো দ্বিতীয় হ্যাটট্রিকটি। রদ্রিগেজের ১, ৭ ও ৭০ মিনিটের তিনটি গোলের সঙ্গে ডার্ক কিউট (১৬ মিনিট) আর জানুয়ারিতে দলে আসা লুইস সুয়ারেজ (৭৫) গোল ফুলহামকে তাদের মাঠে ধরাশায়ী করেছে ‘অল রেড’রা।
এদিকে লিভারপুলের দুর্দান্ত রাতে ইতালিয়ান লিগে বড় ধাক্কা খেয়েছে জুভেন্টাস। শিয়েভোর সঙ্গে ২-২ গোলে ড্র করায় আগামী চ্যাম্পিয়নস লিগে তাদের খেলার স্বপ্ন একরকম ভেঙেই গেছে। ৩৬ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে জুভদের অবস্থান সাতে। চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়িং রাউন্ডে খেলতে হলেও কমপক্ষে চারে থাকতে হবে। জায়গাটি এখন ৬২ পয়েন্ট পাওয়া উদিনেসের দখলে।
শুধু ডালগ্লিশ নয়, লিভারপুলের রূপবদলের অন্যতম কারিগর ম্যাক্সি রদ্রিগেজের দুর্দান্ত ফর্ম। গত তিন ম্যাচে দুটো হ্যাটট্রিকসহ সাত গোল করেছেন এই আর্জেন্টাইন উইঙ্গার। পরশু এলো দ্বিতীয় হ্যাটট্রিকটি। রদ্রিগেজের ১, ৭ ও ৭০ মিনিটের তিনটি গোলের সঙ্গে ডার্ক কিউট (১৬ মিনিট) আর জানুয়ারিতে দলে আসা লুইস সুয়ারেজ (৭৫) গোল ফুলহামকে তাদের মাঠে ধরাশায়ী করেছে ‘অল রেড’রা।
এদিকে লিভারপুলের দুর্দান্ত রাতে ইতালিয়ান লিগে বড় ধাক্কা খেয়েছে জুভেন্টাস। শিয়েভোর সঙ্গে ২-২ গোলে ড্র করায় আগামী চ্যাম্পিয়নস লিগে তাদের খেলার স্বপ্ন একরকম ভেঙেই গেছে। ৩৬ ম্যাচ শেষে ৫৭ পয়েন্ট নিয়ে জুভদের অবস্থান সাতে। চ্যাম্পিয়নস লিগের কোয়ালিফায়িং রাউন্ডে খেলতে হলেও কমপক্ষে চারে থাকতে হবে। জায়গাটি এখন ৬২ পয়েন্ট পাওয়া উদিনেসের দখলে।
No comments