জ্বলল দ্রগবার বাড়ি
‘মারামারি-কাটাকাটি না করে শান্তির পথে হাঁটো, বন্ধ করো গৃহযুদ্ধ’—দিদিয়ের দ্রগবার দেওয়া এই পরামর্শ আইভরিকোস্টের বিদ্রোহীরা ভালোভাবে নিতে পারেনি। ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান-এর প্রতিবেদন অনুযায়ী তারা আগুন ধরিয়ে দিয়েছে চেলসি স্ট্রাইকারের বাড়িতে।
সান জানিয়েছে, আবিদজানের কাছাকাছি দ্রগবাদের গুইবেরোয়া গ্রামটাই জ্বালিয়ে দিয়েছে আইভরিকোস্টের বিদ্রোহীরা। কোনো কোনো উৎস বলছে, শুধু দ্রগবার বাড়িই তাদের লক্ষ্যবস্তু ছিল। বাড়িতে ভাঙচুর করার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
তবে খবরটি নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। কেউ কেউ বলছেন, আইভরিকোস্টে কোনো সম্পত্তিই নেই দ্রগবার। কেউ আবার বলছেন ভিন্ন কথা— ছোট্টবেলাতেই আইভরিকোস্ট ছাড়া দ্রগবার বাবা নাকি থাকেন সেখানে।
সান জানিয়েছে, আবিদজানের কাছাকাছি দ্রগবাদের গুইবেরোয়া গ্রামটাই জ্বালিয়ে দিয়েছে আইভরিকোস্টের বিদ্রোহীরা। কোনো কোনো উৎস বলছে, শুধু দ্রগবার বাড়িই তাদের লক্ষ্যবস্তু ছিল। বাড়িতে ভাঙচুর করার পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়।
তবে খবরটি নিয়ে আছে দ্বিধাদ্বন্দ্ব। কেউ কেউ বলছেন, আইভরিকোস্টে কোনো সম্পত্তিই নেই দ্রগবার। কেউ আবার বলছেন ভিন্ন কথা— ছোট্টবেলাতেই আইভরিকোস্ট ছাড়া দ্রগবার বাবা নাকি থাকেন সেখানে।
No comments