দিলশান শ্রীলঙ্কার পরবর্তী অধিনায়ক
বিশ্বকাপ ফাইনালে হারের পর পরই ওয়ানডে দল থেকে পদত্যাগ করেছেন কুমার সাঙ্গাকারা। পদত্যাগ করেছেন, অরবিন্দ ডি সিলভার নেতৃত্ব্বাধীন নির্বাচক কমিটির সদস্যরাও। মোট কথা, লঙ্কান ক্রিকেটে চারদিকে এখন একটি পরিবর্তনের হাওয়া। নির্বাচক কমিটিতে পরিবর্তন অবশ্য সূচিত হয়ে গেছে আগেই। সাবেক দুুলিপ মেন্ডিস প্রধান নির্বাচকের দায়িত্বভার গ্রহণ করেছেন ইতিমধ্যেই। আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ওয়ানডে দলে কুমার সাঙ্গাকারার উত্তরসূরির নাম।
‘আগামী সপ্তাহের মধ্যেই আমরা নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করে ফেলব। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির সদস্যদের কিছুটা আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে।’ দুলিপ মেন্ডিসের মন্তব্য।
এদিকে শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তিলকরত্নে দিলশানের নামটা বারবারই উচ্চারিত হচ্ছে। সূত্র জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নাকি শ্রীলঙ্কা ক্রিকেট নিয়েই রেখেছে। সাঙ্গাকারা আরও দুটি আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন। এর পরই নতুন অধিনায়ক টেস্ট দলেরও দায়িত্ব গ্রহণ করবেন। তবে দিলশানের বয়স ৩৪ হওয়ায় তাঁকে শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দিনের সূচনার কান্ডারি করতে বোর্ডের মধ্যেই কিছুটা মতভেদ রয়েছে বলে জানা গেছে। কারণ এই মুহূর্তে যাঁকে অধিনায়ক করা হবে, তাঁর নিয়োগ ২০১৫ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই হওয়ার সম্ভাবনা বেশি। ২০১৫ সালের বিশ্বকাপ দিলশান আদৌ খেলতে পারবেন কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় বিদ্যমান। কারণ সে সময় দিলশানের বয়স হবে ৩৮।
এসব ব্যাপারগুলো মাথায় রাখলে অ্যাঞ্জেলো ম্যাথুজের দৃশ্যপটে চলে আসার যথেষ্ট সম্ভাবনাই রয়েছে। কুমার সাঙ্গাকারাও পদত্যাগের পর সংবাদ সম্মেলনে তাঁর কথা বারবারই উচ্চারণ করেছিলেন—নিজের উত্তরসূরি হিসেবে।
‘আগামী সপ্তাহের মধ্যেই আমরা নতুন অধিনায়কের নাম চূড়ান্ত করে ফেলব। এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির সদস্যদের কিছুটা আলাপ-আলোচনার প্রয়োজন রয়েছে।’ দুলিপ মেন্ডিসের মন্তব্য।
এদিকে শ্রীলঙ্কার নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে তিলকরত্নে দিলশানের নামটা বারবারই উচ্চারিত হচ্ছে। সূত্র জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নাকি শ্রীলঙ্কা ক্রিকেট নিয়েই রেখেছে। সাঙ্গাকারা আরও দুটি আন্তর্জাতিক সিরিজে শ্রীলঙ্কা টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন। এর পরই নতুন অধিনায়ক টেস্ট দলেরও দায়িত্ব গ্রহণ করবেন। তবে দিলশানের বয়স ৩৪ হওয়ায় তাঁকে শ্রীলঙ্কা ক্রিকেটের নতুন দিনের সূচনার কান্ডারি করতে বোর্ডের মধ্যেই কিছুটা মতভেদ রয়েছে বলে জানা গেছে। কারণ এই মুহূর্তে যাঁকে অধিনায়ক করা হবে, তাঁর নিয়োগ ২০১৫ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখেই হওয়ার সম্ভাবনা বেশি। ২০১৫ সালের বিশ্বকাপ দিলশান আদৌ খেলতে পারবেন কি না তা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় বিদ্যমান। কারণ সে সময় দিলশানের বয়স হবে ৩৮।
এসব ব্যাপারগুলো মাথায় রাখলে অ্যাঞ্জেলো ম্যাথুজের দৃশ্যপটে চলে আসার যথেষ্ট সম্ভাবনাই রয়েছে। কুমার সাঙ্গাকারাও পদত্যাগের পর সংবাদ সম্মেলনে তাঁর কথা বারবারই উচ্চারণ করেছিলেন—নিজের উত্তরসূরি হিসেবে।
No comments