আগামী সপ্তাহে দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেবেন আসাদ
সিরিয়ায় ৪৮ বছর ধরে বলবৎ জরুরি অবস্থা আগামী সপ্তাহের মধ্যে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। গতকাল শনিবার নবগঠিত মন্ত্রিসভায় ভাষণদানকালে তিনি এ ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে চলমান সরকারবিরোধী বিক্ষোভের পরিপ্রেক্ষিতে তিনি এ ঘোষণা দিলেন। গতকাল রাষ্ট্রীয় টেলিভিশনে তাঁর এ ঘোষণা প্রচারিত হয়। বিক্ষোভকারীদের অনেকগুলো দাবির মধ্যে মূল দাবি ছিল জরুরি অবস্থা প্রত্যাহার। জরুরি অবস্থা প্রত্যাহারের দাবিতে গত শুক্রবারও রাজধানী দামেস্কে কয়েক হাজার লোক বিক্ষোভ করে।
এর আগে আসাদ জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনার জন্য একটি কমিশন গঠনের নির্দেশ দেন।
আসাদ বলেন, ‘আমার ধারণা. আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশন তার কাজ শেষ করে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।’
দেশটিতে জরুরি আইন প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে আসছে। বিক্ষোভে গুলিতে এ পর্যন্ত দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে।
এর আগে আসাদ জরুরি অবস্থা প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনার জন্য একটি কমিশন গঠনের নির্দেশ দেন।
আসাদ বলেন, ‘আমার ধারণা. আগামী বৃহস্পতিবারের মধ্যে কমিশন তার কাজ শেষ করে সরকারের কাছে সুপারিশ পেশ করবে।’
দেশটিতে জরুরি আইন প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলে আসছে। বিক্ষোভে গুলিতে এ পর্যন্ত দুই শতাধিক লোকের মৃত্যু হয়েছে।
No comments