শ্রীলঙ্কান বোর্ডের সমালোচনায় মুরালি
আইপিএলের মাঝপথে লঙ্কান ক্রিকেটারদের দেশে ফিরতে বলায় বোর্ডের কঠোর সমালোচনা করলেন স্পিন-জাদুকর মুত্তিয়া মুরালিধরন। মুরালিধরনের কথা, শ্রীলঙ্কা ক্রিকেট খেলোয়াড়দের ২০ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতি দিয়ে ৫ মে তারিখের মধ্যে তাদের ডেকে নেওয়াটা ঠিক নয় এবং এই ঘটনা ভারতীয় বোর্ডকে খেপিয়ে দেবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মুরালিধরনের কণ্ঠে ক্ষোভের সুর, ‘বোর্ড তো (এসএলসি) তাদের ২০ মে পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল। আমি জানি না হঠাৎ করে এমন কী হলো। খেলোয়াড়দের ৫ মে আসতে বলা হয়েছে। এটি এসএলসির দোষ, কারণ তারা যে অনাপত্তিপত্রে স্বাক্ষর করেছিল সেখানে ২০ মে পর্যন্ত সময় ছিল, এটি বদলে ৫ মে করাটা অবশ্যই ভুল।’
মুরালিধরন মনে করেন ঘটনাটা ক্রিকেটারদের মন ভেঙে দেবে, ‘খেলোয়াড়দের মন ভেঙে যাবে, কারণ ৫ মে ফিরে গেলে অর্ধেক আইপিএলই তারা মিস করবে। বোর্ডের উচিত ছিল খেলোয়াড়দের আগেই জানানো।’
খেলোয়াড়দের মন তো ভাঙবেই, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি এতে দুই দেশের বোর্ডের মধ্যেই সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন আদতে যা শ্রীলঙ্কান ক্রিকেটেরই জন্যই ক্ষতির কারণ, ‘খেলোয়াড় ও বোর্ডের মধ্যে কিছুটা হলেও ঝামেলা হতে পারে, এমনকি ভারতীয় বোর্ডের সঙ্গেও। এসএলসি যদি এই বিষয়ে সহযোগিতার মনোভাব না দেখায় তবে ভারতের কাছ থেকে অনেক কিছুই হারাবে।’
বিশ্বকাপ আয়োজন করে ঋণ বেড়েছে শ্রীলঙ্কার। এবারের আইপিএলে নতুন দল কোচি টাস্কার্সের হয়ে খেলা মুরালিধরন ওই প্রসঙ্গটাও এড়িয়ে যাননি, ‘বিশ্বকাপ ক্রিকেটের পর আমাদের ঋণ হয়েছে আড়াই কোটি ডলার। আপনি ভারতকে খেপাতে পারেন না, কারণ ভারত শ্রীলঙ্কায় এলেই কেবল আমরা টাকা বানাতে পারব এবং টিকে থাকতে পারব। তাই আমি জানি না কী ঘটতে যাচ্ছে।’
সিএনএন-আইবিএন টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে সমস্যার সমাধানই চেয়েছেন স্পিন কিংবদন্তি, ‘এর সমাধা হওয়া উচিত। এগুলো হয়েই থাকে, তবে মনে রাখতে হবে যা-ই বলা হোক বা করা হোক আমরা আর্থিকভাবে ভারতের ওপর নির্ভরশীল। তাই এসএলসিকে সতর্ক হতে হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া মুরালিধরনের কণ্ঠে ক্ষোভের সুর, ‘বোর্ড তো (এসএলসি) তাদের ২০ মে পর্যন্ত খেলার অনুমতি দিয়েছিল। আমি জানি না হঠাৎ করে এমন কী হলো। খেলোয়াড়দের ৫ মে আসতে বলা হয়েছে। এটি এসএলসির দোষ, কারণ তারা যে অনাপত্তিপত্রে স্বাক্ষর করেছিল সেখানে ২০ মে পর্যন্ত সময় ছিল, এটি বদলে ৫ মে করাটা অবশ্যই ভুল।’
মুরালিধরন মনে করেন ঘটনাটা ক্রিকেটারদের মন ভেঙে দেবে, ‘খেলোয়াড়দের মন ভেঙে যাবে, কারণ ৫ মে ফিরে গেলে অর্ধেক আইপিএলই তারা মিস করবে। বোর্ডের উচিত ছিল খেলোয়াড়দের আগেই জানানো।’
খেলোয়াড়দের মন তো ভাঙবেই, আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ উইকেটশিকারি এতে দুই দেশের বোর্ডের মধ্যেই সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন আদতে যা শ্রীলঙ্কান ক্রিকেটেরই জন্যই ক্ষতির কারণ, ‘খেলোয়াড় ও বোর্ডের মধ্যে কিছুটা হলেও ঝামেলা হতে পারে, এমনকি ভারতীয় বোর্ডের সঙ্গেও। এসএলসি যদি এই বিষয়ে সহযোগিতার মনোভাব না দেখায় তবে ভারতের কাছ থেকে অনেক কিছুই হারাবে।’
বিশ্বকাপ আয়োজন করে ঋণ বেড়েছে শ্রীলঙ্কার। এবারের আইপিএলে নতুন দল কোচি টাস্কার্সের হয়ে খেলা মুরালিধরন ওই প্রসঙ্গটাও এড়িয়ে যাননি, ‘বিশ্বকাপ ক্রিকেটের পর আমাদের ঋণ হয়েছে আড়াই কোটি ডলার। আপনি ভারতকে খেপাতে পারেন না, কারণ ভারত শ্রীলঙ্কায় এলেই কেবল আমরা টাকা বানাতে পারব এবং টিকে থাকতে পারব। তাই আমি জানি না কী ঘটতে যাচ্ছে।’
সিএনএন-আইবিএন টিভি চ্যানেলকে সাক্ষাৎকারে সমস্যার সমাধানই চেয়েছেন স্পিন কিংবদন্তি, ‘এর সমাধা হওয়া উচিত। এগুলো হয়েই থাকে, তবে মনে রাখতে হবে যা-ই বলা হোক বা করা হোক আমরা আর্থিকভাবে ভারতের ওপর নির্ভরশীল। তাই এসএলসিকে সতর্ক হতে হবে।
No comments