ট্রেডমার্ক লঙ্ঘন মামলায় ফোর্ড ও ফেরারির মধ্যে মীমাংসা
ট্রেডমার্ক লঙ্ঘন নিয়ে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফেরারির বিরুদ্ধে ফোর্ড মোটরের দায়ের করা মামলার মীমাংসা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মীমাংসা হয়েছে এ শর্তে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের আদালত থেকে ফোর্ড মামলাটি প্রত্যাহার করে নেয়। তবে মীমাংসার শর্তগুলো পরিষ্কার নয় বলে জানা গেছে।
মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে ইতালির প্রতিষ্ঠান ফেরারির বিরুদ্ধে মামলা করেছিল। ওই মামলায় তারা অভিযোগ করেছিল যে জনপ্রিয় ফর্মুলা ওয়ান রেসিং গাড়ির ক্ষেত্রে ‘এফ-১৫০’ নামটি ব্যবহার করে ফেরারি ট্রেডমার্ক শর্ত ভঙ্গ করেছে।
ফেরারির বিরুদ্ধে দায়ের করা ওই মামলায় আরও অভিযোগ করা হয়, এ গাড়িতে ফেরারি যে লোগো ব্যবহার করছে, তা দেখতে তাদের এফ-১৫০ গাড়ির লোগের মতোই।
মামলা দায়েরের এক দিন পর ফেরারির পক্ষ থেকে বলা হয়, ফর্মুলা ওয়ান গাড়ির জন্য তারা তাদের কোম্পানির পূর্ণ নাম ব্যবহার করবে। তবে ফোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নামেও ‘এফ’ এবং ‘১৫০’ আছে। এটা গ্রহণযোগ্য নয়।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মীমাংসা হয়েছে এ শর্তে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটের আদালত থেকে ফোর্ড মামলাটি প্রত্যাহার করে নেয়। তবে মীমাংসার শর্তগুলো পরিষ্কার নয় বলে জানা গেছে।
মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড মোটর ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে ইতালির প্রতিষ্ঠান ফেরারির বিরুদ্ধে মামলা করেছিল। ওই মামলায় তারা অভিযোগ করেছিল যে জনপ্রিয় ফর্মুলা ওয়ান রেসিং গাড়ির ক্ষেত্রে ‘এফ-১৫০’ নামটি ব্যবহার করে ফেরারি ট্রেডমার্ক শর্ত ভঙ্গ করেছে।
ফেরারির বিরুদ্ধে দায়ের করা ওই মামলায় আরও অভিযোগ করা হয়, এ গাড়িতে ফেরারি যে লোগো ব্যবহার করছে, তা দেখতে তাদের এফ-১৫০ গাড়ির লোগের মতোই।
মামলা দায়েরের এক দিন পর ফেরারির পক্ষ থেকে বলা হয়, ফর্মুলা ওয়ান গাড়ির জন্য তারা তাদের কোম্পানির পূর্ণ নাম ব্যবহার করবে। তবে ফোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন নামেও ‘এফ’ এবং ‘১৫০’ আছে। এটা গ্রহণযোগ্য নয়।
No comments