ভারতে আদভানিসহ ২১ জনকে সুপ্রিম কোর্টের নোটিশ
ভারতের বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপির নেতা এল কে আদভানি, শিবসেনাপ্রধান বাল ঠাকরেসহ ২১ জনকে নোটিশ পাঠিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল শুক্রবার তাঁদের এ নোটিশ পাঠানো হয়। সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) দায়ের করা একটি লিভ পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাঁদের এ নোটিশ দেন।
এর আগে বাবরি মসজিদ ধ্বংসের মামলা থেকে ওই নেতাদের অব্যাহতি দিতে গত বছরের ২০ মে আহমেদাবাদ হাইকোর্টের লক্ষ্নৌ বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিলেন।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রায়ের নয় মাস পর গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দায়ের করে সিবিআই। কিন্তু বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে আপিলটি করার কথা। সিবিআই অবশ্য বিলম্বের জন্য ক্ষমা প্রার্থনা করে পিটিশনটি আমলে নিতে একটি দরখাস্ত করেছিল সুপ্রিম কোর্টে।
দরখাস্তে সিবিআই জানায়, মামলাটি থেকে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ওই নেতাদের অব্যাহতি দিয়ে উচ্চ আদালতের রায় মেনে নেওয়া হলে তা ন্যায়বিচারের বড় ধরনের লঙ্ঘন হবে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল আদভানিসহ ওই ২১ নেতাকে নোটিশ দেন।
এর আগে বাবরি মসজিদ ধ্বংসের মামলা থেকে ওই নেতাদের অব্যাহতি দিতে গত বছরের ২০ মে আহমেদাবাদ হাইকোর্টের লক্ষ্নৌ বেঞ্চ ওই নির্দেশ দিয়েছিলেন।
ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে রায়ের নয় মাস পর গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দায়ের করে সিবিআই। কিন্তু বিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে আপিলটি করার কথা। সিবিআই অবশ্য বিলম্বের জন্য ক্ষমা প্রার্থনা করে পিটিশনটি আমলে নিতে একটি দরখাস্ত করেছিল সুপ্রিম কোর্টে।
দরখাস্তে সিবিআই জানায়, মামলাটি থেকে বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ওই নেতাদের অব্যাহতি দিয়ে উচ্চ আদালতের রায় মেনে নেওয়া হলে তা ন্যায়বিচারের বড় ধরনের লঙ্ঘন হবে। এ আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল আদভানিসহ ওই ২১ নেতাকে নোটিশ দেন।
No comments