আমাজনে বিতর্কিত প্রকল্পের অনুমোদন দিলেন আদালত
আমাজনের অরণ্যে বিতর্কিত একটি জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছেন ব্রাজিলের উচ্চ আদালত। আগের সপ্তাহেই নিম্ন আদালত পরিবেশের জন্য ক্ষতিকর বলে ওই প্রকল্পের কাজ বন্ধের নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার ব্রাজিলের উচ্চ আদালত ওই প্রকল্পের জন্য মন্টি বেলো বাঁধ নির্মাণের অনুমতি দিয়ে বলেন, বাঁধ নির্মাণের জন্য সব শর্ত মানার প্রয়োজন নেই। তাই বাঁধের নির্মাণকাজ শুরু করা যেতে পারে। বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মিত হলে বন্যপ্রাণীর জীবন ঝুঁকির মুখে পড়বে। আশপাশের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে।
গত বৃহস্পতিবার ব্রাজিলের উচ্চ আদালত ওই প্রকল্পের জন্য মন্টি বেলো বাঁধ নির্মাণের অনুমতি দিয়ে বলেন, বাঁধ নির্মাণের জন্য সব শর্ত মানার প্রয়োজন নেই। তাই বাঁধের নির্মাণকাজ শুরু করা যেতে পারে। বিশ্লেষকদের মতে, বিদ্যুৎ প্রকল্পের জন্য বাঁধ নির্মিত হলে বন্যপ্রাণীর জীবন ঝুঁকির মুখে পড়বে। আশপাশের হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হবে।
No comments