টেন্ডুলকারের ‘ডাবলে’ চোখ গেইলের
বীরেন্দর শেবাগের নাকি ব্যাপারটা মাথাতেই ছিল না। ভণিতা করে কথাটা বললেন কি না, কে জানে। তবে ক্রিস গেইলের কোনো ভণিতা নেই। ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটসম্যান বলছেন, তাঁর মাথায় ঘুরপাক খাচ্ছে ওয়ানডেতে শচীন টেন্ডুলকারের ২০০!
যদিও রেকর্ডটা ভাঙতে পারলে শেবাগ আর গেইলই পারবেন বলে মনে করে অনেকে। গেইল নিজেও সেটি মনে করেন, ‘দ্য মাস্টার-ব্লাটার (টেন্ডুলকার) এটি করে দেখিয়েছেন। শেবাগের পক্ষেও সেটি করে দেখানো সম্ভব। এঁরা এমন খেলোয়াড়, ভালো একটা শুরু পেলে যাঁদের পক্ষে ২০০ রানের ইনিংস খেলা সম্ভব। পুরো ৫০ ওভার যদি ব্যাট করতে পারেন, তাহলে এটা সম্ভব। সুযোগ পেলে অবশ্যই আমি ২০০ রান করার চেষ্টা করব।
যদিও রেকর্ডটা ভাঙতে পারলে শেবাগ আর গেইলই পারবেন বলে মনে করে অনেকে। গেইল নিজেও সেটি মনে করেন, ‘দ্য মাস্টার-ব্লাটার (টেন্ডুলকার) এটি করে দেখিয়েছেন। শেবাগের পক্ষেও সেটি করে দেখানো সম্ভব। এঁরা এমন খেলোয়াড়, ভালো একটা শুরু পেলে যাঁদের পক্ষে ২০০ রানের ইনিংস খেলা সম্ভব। পুরো ৫০ ওভার যদি ব্যাট করতে পারেন, তাহলে এটা সম্ভব। সুযোগ পেলে অবশ্যই আমি ২০০ রান করার চেষ্টা করব।
No comments