ডয়েসকেটের সেঞ্চুরিতে হল্যান্ড ২৯২
ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি বলতে দুটি। একটিও অবশ্য বিশ্বকাপ আসরের নয়। বিশ্বকাপ আসরের প্রথম সেঞ্চুরিটাও আজ তুলে নিয়েছেন রায়ান টেন ডয়েসকেট। কপাল পুড়েছে ইংল্যান্ডের। ডয়েসকেটের সেঞ্চুরির ওপর ভর করেই ইংলিশদের প্রতি যে ২৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুঁড়ে দিয়েছে হল্যান্ড!
অ্যান্ড্রু স্ট্রাউসদের ‘ভুল’ ভেঙে গেছে সন্দেহ নেই। ওরা আবার কী করবে—মুখে না বললেও ডাচদের প্রতি এমন ‘অবজ্ঞা’ থাকটাই স্বাভাবিক ছিল ইংল্যান্ডের। তবে অসহায়ত্ব প্রকাশ নয়, বরং ইংল্যান্ডকে নাড়িয়ে দিয়েছে ডাচরা। ম্যাচের প্রথমার্ধ অন্তত তা-ই প্রমাণ করে। পুরো ৫০ ওভার বোলিং করে হল্যান্ডের মাত্র ছয়টি উইকেট শিকার করতে পেরেছেন ইংল্যান্ডের বোলাররা।
দলীয় ৩৬ রানে প্রথম আর ৫৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। তবে এরপর ৭৮ রানের জুটি গড়েন টম কুপার ও রায়ান টেন ডয়েসকেট। ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরেন কুপার। ডয়েসকেটও ফিরেছেন, তবে এর আগে ঘাম ঝরিয়ে দিয়েছেন ইংলিশদের। ১১০ বলে ৯টি চার ও ৩টি ছয়ে এই ব্যাটসম্যান খেলেন ১১৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।
অ্যান্ড্রু স্ট্রাউসদের ‘ভুল’ ভেঙে গেছে সন্দেহ নেই। ওরা আবার কী করবে—মুখে না বললেও ডাচদের প্রতি এমন ‘অবজ্ঞা’ থাকটাই স্বাভাবিক ছিল ইংল্যান্ডের। তবে অসহায়ত্ব প্রকাশ নয়, বরং ইংল্যান্ডকে নাড়িয়ে দিয়েছে ডাচরা। ম্যাচের প্রথমার্ধ অন্তত তা-ই প্রমাণ করে। পুরো ৫০ ওভার বোলিং করে হল্যান্ডের মাত্র ছয়টি উইকেট শিকার করতে পেরেছেন ইংল্যান্ডের বোলাররা।
দলীয় ৩৬ রানে প্রথম আর ৫৮ রানে দ্বিতীয় উইকেটের পতন। তবে এরপর ৭৮ রানের জুটি গড়েন টম কুপার ও রায়ান টেন ডয়েসকেট। ব্যক্তিগত ৪৭ রানে সাজঘরে ফেরেন কুপার। ডয়েসকেটও ফিরেছেন, তবে এর আগে ঘাম ঝরিয়ে দিয়েছেন ইংলিশদের। ১১০ বলে ৯টি চার ও ৩টি ছয়ে এই ব্যাটসম্যান খেলেন ১১৯ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।
No comments