পন্টিংয়ের হতাশার এমন রূপ!
বোঝাই গিয়েছিল, ড্রেসিংরুমে রিকি পন্টিংয়ের টিভি ভাঙার ঘটনাটা এত দূর যাবে। তাঁকে অবশ্যই জরিমানা গুনতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছে আইসিসি।
পন্টিংয়ের ঔদ্ধত্য আচরণে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে তাঁর মুণ্ডুপাত। ক্রিকেট-বোদ্ধারা বলেছেন, ড্রেসিংরুমের পবিত্রতা নষ্ট করেছেন পন্টিং।
ভারতীয় একটি পত্রিকা লিখেছে, ‘এটাই হলো কুৎসিত অস্ট্রেলিয়ানদের চেহারা।’ আরেকটি পত্রিকার ভাষ্য, ‘ক্রিকেটের জন্যই এটা একটা বিষাদের দিন।’
পন্টিংয়ের আচরণে হতাশ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যারি রিচার্ডসের কথা, ‘ড্রেসিংরুম একটা পবিত্র স্থান। সেখানে এ ধরনের ঘটনা ঘটা হতাশার। বিশ্বকাপে এমন খবর কেউই শুনতে চায় না।’
ভারতের সাবেক ক্রিকেটার অরুণ লালের সমালোচনা আরও কঠোর, ‘এটা জঘন্য ব্যাপার। হতাশায় উন্মত্ত হয়ে ওঠার কোনো কারণ তো দেখছি না। ব্যর্থ হওয়া মানে কোথাও না কোথাও ভুল হয়েছে। কিন্তু পন্টিং যেভাবে জিনিসপত্র ছুড়ে মারল, তা কোনোভাবেই কাম্য নয়। এটা ছেলেমানুষী।’
ক্ষুব্ধ অরুণ অস্ট্রেলীয় অধিনায়কের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ঈশ্বরের দোহাই, তুমি বড় হয়ে ওঠো।’
বাইরে মুণ্ডুপাত চললেও দলের সমর্থন পাচ্ছেন পন্টিং। অস্ট্রেলিয়া দলের একজন মুখপাত্র বলেছেন, ‘পন্টিং তাঁর ব্যাট-প্যাড ব্যাগে ছুড়ে মারার সময় এগুলো টিভিতে লাগে। এতে টিভি পর্দার একপাশটা কালচে হয়ে যায়। টিভি নষ্ট হয়নি।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ রানে রান আউট হন পন্টিং। হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরেই ঘটান হতাশার বহিঃপ্রকাশ।
পন্টিংয়ের ঔদ্ধত্য আচরণে ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে তাঁর মুণ্ডুপাত। ক্রিকেট-বোদ্ধারা বলেছেন, ড্রেসিংরুমের পবিত্রতা নষ্ট করেছেন পন্টিং।
ভারতীয় একটি পত্রিকা লিখেছে, ‘এটাই হলো কুৎসিত অস্ট্রেলিয়ানদের চেহারা।’ আরেকটি পত্রিকার ভাষ্য, ‘ক্রিকেটের জন্যই এটা একটা বিষাদের দিন।’
পন্টিংয়ের আচরণে হতাশ দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যারি রিচার্ডসের কথা, ‘ড্রেসিংরুম একটা পবিত্র স্থান। সেখানে এ ধরনের ঘটনা ঘটা হতাশার। বিশ্বকাপে এমন খবর কেউই শুনতে চায় না।’
ভারতের সাবেক ক্রিকেটার অরুণ লালের সমালোচনা আরও কঠোর, ‘এটা জঘন্য ব্যাপার। হতাশায় উন্মত্ত হয়ে ওঠার কোনো কারণ তো দেখছি না। ব্যর্থ হওয়া মানে কোথাও না কোথাও ভুল হয়েছে। কিন্তু পন্টিং যেভাবে জিনিসপত্র ছুড়ে মারল, তা কোনোভাবেই কাম্য নয়। এটা ছেলেমানুষী।’
ক্ষুব্ধ অরুণ অস্ট্রেলীয় অধিনায়কের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, ‘ঈশ্বরের দোহাই, তুমি বড় হয়ে ওঠো।’
বাইরে মুণ্ডুপাত চললেও দলের সমর্থন পাচ্ছেন পন্টিং। অস্ট্রেলিয়া দলের একজন মুখপাত্র বলেছেন, ‘পন্টিং তাঁর ব্যাট-প্যাড ব্যাগে ছুড়ে মারার সময় এগুলো টিভিতে লাগে। এতে টিভি পর্দার একপাশটা কালচে হয়ে যায়। টিভি নষ্ট হয়নি।’
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ২৮ রানে রান আউট হন পন্টিং। হতাশা নিয়ে ড্রেসিংরুমে ফিরেই ঘটান হতাশার বহিঃপ্রকাশ।
No comments