নিলামে দেড় লাখ গুণ বেশি মূল্যে বিক্রি
ঊনিশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক জেন অস্টেনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস-এর প্রথম সংস্করণের একটি কপি নিলামে বিক্রি হয়েছে প্রকৃত মূল্যের দেড় লাখ গুণ বেশি দামে। ব্রিটেনে ওই নিলাম অনুষ্ঠানে বইটির মূল্য ওঠে এক লাখ ৩৯ হাজার ২৫০ পাউন্ড। ডেইলি মেইল পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
লন্ডনে সদবিস নিলামঘর গত শনিবার এই নিলামের আয়োজন করে। এক ব্যক্তিগত সংগ্রাহক বইটি কিনে নেন। তবে তাঁর নাম জানা যায়নি।
১৮১৩ সালে প্রথমবার তিন খণ্ডে প্রকাশিত হয় প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তখন এর মূল্য ছিল ১৮ শিলিং অর্থাৎ বর্তমান মূল্যে ৯০ পেনি। বিশ্বজুড়ে বইটি এ পর্যন্ত দুই কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।
পত্রিকার খবরে বলা হয়, ওই নিলাম অনুষ্ঠানে চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারোল-এর প্রথম সংস্করণের একটি কপি বিক্রি হয় এক লাখ ৮১ হাজার ২৫০ পাউন্ডে। এ ছাড়া ১৮৪৭ সালে প্রকাশিত এমিলি ব্রন্টের উইদারিং হাইটস-এর প্রথম সংস্করণের একটি কপি এক লাখ ৬৩ হাজার ২৫০ পাউন্ডে, ১৬৪০ সালে প্রকাশিত উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা সংগ্রহ এক লাখ ৩৫ হাজার পাউন্ডে এবং চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব দ্য স্পেসিস এক লাখ ২৭ হাজার পাউন্ডে বিক্রি হয়।
লন্ডনে সদবিস নিলামঘর গত শনিবার এই নিলামের আয়োজন করে। এক ব্যক্তিগত সংগ্রাহক বইটি কিনে নেন। তবে তাঁর নাম জানা যায়নি।
১৮১৩ সালে প্রথমবার তিন খণ্ডে প্রকাশিত হয় প্রাইড অ্যান্ড প্রেজুডিস। তখন এর মূল্য ছিল ১৮ শিলিং অর্থাৎ বর্তমান মূল্যে ৯০ পেনি। বিশ্বজুড়ে বইটি এ পর্যন্ত দুই কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।
পত্রিকার খবরে বলা হয়, ওই নিলাম অনুষ্ঠানে চার্লস ডিকেন্সের আ ক্রিসমাস ক্যারোল-এর প্রথম সংস্করণের একটি কপি বিক্রি হয় এক লাখ ৮১ হাজার ২৫০ পাউন্ডে। এ ছাড়া ১৮৪৭ সালে প্রকাশিত এমিলি ব্রন্টের উইদারিং হাইটস-এর প্রথম সংস্করণের একটি কপি এক লাখ ৬৩ হাজার ২৫০ পাউন্ডে, ১৬৪০ সালে প্রকাশিত উইলিয়াম শেক্সপিয়ারের একটি কবিতা সংগ্রহ এক লাখ ৩৫ হাজার পাউন্ডে এবং চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব দ্য স্পেসিস এক লাখ ২৭ হাজার পাউন্ডে বিক্রি হয়।
No comments