বিহার বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট গ্রহণ
ভারতের বিহার রাজ্যে বিধানসভার নির্বাচনে গতকাল সোমবার চতুর্থ দফা ভোট গ্রহণ করা হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। আটটি জেলার ৪২টি আসনে এই ভোট গ্রহণ চলে। ৫৮ জন নারীসহ প্রার্থী রয়েছেন ৫৬৮ জন।
মাওবাদীরা দানাপুরের দুটি ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটায়। তারা বেতিয়া জঙ্গলের মধ্যে চাকাই-জামুই সড়কের একটি সেতুতেও বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিহার পুলিশের মহাপরিচালক নীলমণি বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ৩৯টি যানবাহন আটক করা হয়।
দীঘা কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিহারের সাবেক দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর সহধর্মিণী রাবরি দেবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দীঘার বিডিও অশোক কুমার।
বিহার বিধানসভার শেষ দুই দফার ভোট নেওয়া হবে যথাক্রমে ৯ ও ২০ নভেম্বর। ফল ঘোষিত হবে ২৪ নভেম্বর।
মাওবাদীরা দানাপুরের দুটি ভোটকেন্দ্রে বোমার বিস্ফোরণ ঘটায়। তারা বেতিয়া জঙ্গলের মধ্যে চাকাই-জামুই সড়কের একটি সেতুতেও বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
বিহার পুলিশের মহাপরিচালক নীলমণি বলেন, বিভিন্ন ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ৩৯টি যানবাহন আটক করা হয়।
দীঘা কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিহারের সাবেক দুই মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব ও তাঁর সহধর্মিণী রাবরি দেবীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দীঘার বিডিও অশোক কুমার।
বিহার বিধানসভার শেষ দুই দফার ভোট নেওয়া হবে যথাক্রমে ৯ ও ২০ নভেম্বর। ফল ঘোষিত হবে ২৪ নভেম্বর।
No comments