হেরোইন-কোকেনের চেয়ে মদ বেশি ক্ষতিকর
হেরোইন এবং ক্র্যাক কোকেনের মতো অবৈধ মাদকের চেয়ে মদ বেশি ক্ষতিকর। একদল ব্রিটিশ গবেষকের নতুন গবেষণায় এ রকমই দাবি করা হয়েছে। তাঁদের গবেষণা গতকাল সোমবার চিকিৎসাবিষয়ক জার্নাল ল্যানসেটে প্রকাশিত হয়েছে। ইনডিপেন্ডেন্ট সায়েন্টিফিক কমিটি অন ড্রাগস্ (আইএসসিডি) পরিচালিত গবেষণায় বলা হয়, বিজ্ঞানীরা ব্যক্তিবিশেষ ও বৃহত্তর সমাজে মাদকের ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেন। এতে তাঁরা দেখতে পান, মদে সবচেয়ে ভয়ংকর উপাদান রয়েছে।মাদক প্রতিরোধসংক্রান্ত ব্রিটেনের সরকারি প্রতিষ্ঠানের সাবেক উপদেষ্টা ডেভিড নাট ও তাঁর সহযোগীদের প্রকাশিত এই গবেষণা মাদক নিয়ে প্রচলিত চিন্তাভাবনাকে পাল্টে দিয়েছে। গবেষণায় দাবি করা হয়, বর্তমানে মাদকের যে শ্রেণীব্যবস্থা আছে তার সঙ্গে ক্ষতির মাত্রার সম্পর্ক তেমন একটা নেই। গবেষণায় মাদক সেবনের ফলে মাদকাসক্ত ব্যক্তির ক্ষতি এবং সমা জে এর যে ক্ষতিকর প্রভাব পড়ে তার ১৬টি মাত্রা তুলে ধরা হয়। সার্বিক ক্ষতির দিক বিবেচনায় রেখে গবেষণায় মাদকের ২০ ধরনের শ্রেণীবিন্যাস করা হয়। গবেষণায় বলা হয়, হেরোইন ও কোকেন নিঃসন্দেহে শরীরের জন্য ভয়ানক ক্ষতিকর। কিন্তু হেরোইন বা কোকেনসেবীর কারণে সমাজে যতটুকু ক্ষতিকর প্রভাব পড়ে তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর প্রভাব ফেলে মদ্যপরা। ক্ষতিকর প্রভাবের সূচক শূন্য থেকে ১০০ পর্যন্ত নির্ধারণ করে গবেষকেরা বিভিন্ন মাদকদ্রব্যের বিপরীতে বিভিন্ন নম্বর দিয়েছেন। এতে দেখা গেছে, মদের বিপরীতে ৭২, হেরোইনের বিপরীতে ৫৫ এবং ক্র্যাক কোকেনের বিপরীতে পড়েছে ৫৪ নম্বর। ২০০৭ সালে অধ্যাপক নাট ব্রিটেনের মাদকবিষয়ক প্রধান উপদেষ্টা থাকাকালে গাঁজার ক্ষতির শ্রেণীবিন্যাস হালনাগাদ করা নিয়ে তৎকালীন সরকারের সঙ্গে তাঁর মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে সরকার তাঁকে বরখাস্ত করে।
No comments