বরিশালে বাংলালায়ন ওয়াইম্যাক্স
ওয়াইম্যাক্স নেটওয়ার্ক বরিশালে নিয়ে এসেছে বাংলালায়ন। আনুষ্ঠানিকভাবে বরিশালে তাদের কার্যক্রম শুরু করেছে।
গতকাল শনিবার সকালে নগরের বিডিএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলালায়ন তাদের এ যাত্রা শুরু করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও রংপুরের পর বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হলো।
সংবাদ সম্মেলনে বরিশালকে একটি তারবিহীন ডিজিটাল শহরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য দেন বাংলালায়নের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিউল হক চৌধুরী এবং মিডিয়া বিভাগের প্রধান জি এম ফারুক খান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্ট্যাটেজিক সেলস প্রধান তামিম এইচ চৌধুরী, নিউ বিজনেস প্রধান আমানুল ইসলাম, প্লাজা প্রধান মো. নজরুল ইসলাম, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক জাহির উদ্দিন খান, করপোরেট বিক্রয় ব্যবস্থাপক রেজওয়ান উর রহমান, মিডিয়া ইনচার্জ সৈয়দ নাসিম, সহকারী ব্যবস্থাপক (ডিলার ও ডিস্ট্রিবিউশন) আরিফুর রহমান, ঊর্ধ্বতন নির্বাহী শওকত পারভেজ প্রমুখ।
বাংলালায়নের প্যাকেজ রয়েছে ১২৮ কেবিপিএস, ২৫৬ কেবিপিএস, ৫১২ কেবিপিএস, ১ এমবিপিএস, ২ এমবিপিএস ও ৫ এমবিপিএস।
গতকাল শনিবার সকালে নগরের বিডিএস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলালায়ন তাদের এ যাত্রা শুরু করে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা ও রংপুরের পর বরিশালে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু হলো।
সংবাদ সম্মেলনে বরিশালকে একটি তারবিহীন ডিজিটাল শহরে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য দেন বাংলালায়নের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মো. শফিউল হক চৌধুরী এবং মিডিয়া বিভাগের প্রধান জি এম ফারুক খান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্ট্যাটেজিক সেলস প্রধান তামিম এইচ চৌধুরী, নিউ বিজনেস প্রধান আমানুল ইসলাম, প্লাজা প্রধান মো. নজরুল ইসলাম, আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক জাহির উদ্দিন খান, করপোরেট বিক্রয় ব্যবস্থাপক রেজওয়ান উর রহমান, মিডিয়া ইনচার্জ সৈয়দ নাসিম, সহকারী ব্যবস্থাপক (ডিলার ও ডিস্ট্রিবিউশন) আরিফুর রহমান, ঊর্ধ্বতন নির্বাহী শওকত পারভেজ প্রমুখ।
বাংলালায়নের প্যাকেজ রয়েছে ১২৮ কেবিপিএস, ২৫৬ কেবিপিএস, ৫১২ কেবিপিএস, ১ এমবিপিএস, ২ এমবিপিএস ও ৫ এমবিপিএস।
No comments