চুক্তিপত্র পাঠানো হয়েছে নতুন ফুটবল কোচকে
বাংলাদেশে আসার আগেই রবার্ট রুবচিচের সঙ্গে চুক্তি করে ফেলছে বাফুফে। ই-মেইলে এই ক্রোয়েশিয়ান কোচের কাছে চুক্তিপত্র পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, দু-একদিনেই তিনি সেটিতে স্বাক্ষর করে পাঠাবেন। আপাতত এক মাসের ছুটিসহ চুক্তিটি এক বছরের। তারপর নতুন ফুটবল কোচকে ঢাকায় আসার বিমানের টিকিট পাঠানো হবে। সব প্রক্রিয়া শেষে ১০-১২ দিনের মধ্যে বাফুফের ‘প্রধান কোচ’ চলে আসছেন তাঁর নতুন কর্মস্থলে, যেখানে টেকনিক্যাল ডাইরেক্টরের অলিখিত দায়িত্বও থাকবে এই কোচের ওপর।
ক্রুসিয়ানি, ডিডো, জর্জেভিচদের উত্তরসূরি মনোনয়নের কাজটা বেশ কয়েক দিন আগেই সম্পন্ন করেছে বাফুফে। কাল বাফুফে জরুরি কমিটির সভায় তা অনুমোদিত হয়েছে। নতুন কোচের সঙ্গে পারিশ্রমিক নিয়ে দর-কষাকষি চলছিল, শেষ পর্যন্ত বছরে ৫০ হাজার ডলারে তাঁকে রাজি করানো গেছে।
ক্রুসিয়ানি, ডিডো, জর্জেভিচদের উত্তরসূরি মনোনয়নের কাজটা বেশ কয়েক দিন আগেই সম্পন্ন করেছে বাফুফে। কাল বাফুফে জরুরি কমিটির সভায় তা অনুমোদিত হয়েছে। নতুন কোচের সঙ্গে পারিশ্রমিক নিয়ে দর-কষাকষি চলছিল, শেষ পর্যন্ত বছরে ৫০ হাজার ডলারে তাঁকে রাজি করানো গেছে।
No comments