সূচি অনুযায়ী চতুর্থ দিনের খেলা চলবে: আইসিসি
নতুন লজ্জায় পাকিস্তান ক্রিকেট। জুয়াড়িদের হয়ে খেলার অভিযোগ উঠেছে পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে। গতকাল শনিবার এ ঘটনা ফাঁস হওয়ায় আজ রোববার ইংল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্টের চতুর্থ দিনের খেলাটি অনুষ্ঠিত হবে কি না, এ নিয়ে সংশয় দেখা দিয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়ে দিয়েছে, সূচি অনুযায়ী চতুর্থ দিনের খেলা চলবে।
আইসিসির এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ম্যাচ পাতানোর সন্দেহে একজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দলের কোনো ক্রিকেটার বা কর্মকর্তাকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। রোববার সূচি অনুযায়ী চতুর্থ দিনের খেলা চলবে। বিষয়টি এখন পুলিশের হাতে উল্লেখ করে বলা হয়েছে, এটি এখন পুলিশি তদন্তের বিষয়। আইসিসি, ইসিবি, পিসিবি বা গ্রাউন্ড কর্তৃপক্ষ এমসিসি—এ নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না।
আইসিসির এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ম্যাচ পাতানোর সন্দেহে একজন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তবে দলের কোনো ক্রিকেটার বা কর্মকর্তাকে এ ঘটনায় গ্রেপ্তার করা হয়নি। রোববার সূচি অনুযায়ী চতুর্থ দিনের খেলা চলবে। বিষয়টি এখন পুলিশের হাতে উল্লেখ করে বলা হয়েছে, এটি এখন পুলিশি তদন্তের বিষয়। আইসিসি, ইসিবি, পিসিবি বা গ্রাউন্ড কর্তৃপক্ষ এমসিসি—এ নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না।
No comments