নাইজেরিয়ায় সিসার বিষক্রিয়ায় ৩০ শিশুর মৃত্যু
নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যের একটি গ্রামে গত এক সপ্তাহে সিসার বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অন্তত ৩০ জন শিশু মারা গেছে। চিকিৎসকেরা এ কথা জানান।
এদিকে মৌসুমি বৃষ্টিপাতের কারণে যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় সরকারি কর্মকর্তারা মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনি থেকে সোনা আহরণের কারণে এই সিসার বিষক্রিয়া হচ্ছে। জামফারা রাজ্যে গত এক বছরে সিসার বিষক্রিয়ায় বহু লোকের মৃত্যু হয়েছে। এই মৃতের বেশির ভাগই শিশু। মৃত্যুর সর্বশেষ ঘটনা ঘটে আনকা শহরের কাছে একটি গ্রামে।
রাজ্যটিতে গত জুন মাস থেকে এ পর্যন্ত সিসার বিষক্রিয়ায় মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এলাকাটি সফরকালে চিকিৎসকেরা বলেছেন, অঞ্চলটিতে অস্বাভাবিকভাবে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে।
তদন্তকারী কর্মকর্তারা এ ঘটনার জন্য সিসামিশ্রিত দূষিত পানিকে দায়ী করছেন। নিয়মনীতি না মেনে অবৈধভাবে খনি থেকে সোনা আহরণের চেষ্টা করার কারণে পানির উৎসে এ বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে।
জামফারা রাজ্যে স্বর্ণখনি এলাকায় সম্প্রতি একটি চীনা কোম্পানিকে খনি খননের দায়িত্ব দেওয়া হয়েছে বিবিসি অনলাইন।
এদিকে মৌসুমি বৃষ্টিপাতের কারণে যোগাযোগব্যবস্থা খারাপ হওয়ায় সরকারি কর্মকর্তারা মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেননি।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনি থেকে সোনা আহরণের কারণে এই সিসার বিষক্রিয়া হচ্ছে। জামফারা রাজ্যে গত এক বছরে সিসার বিষক্রিয়ায় বহু লোকের মৃত্যু হয়েছে। এই মৃতের বেশির ভাগই শিশু। মৃত্যুর সর্বশেষ ঘটনা ঘটে আনকা শহরের কাছে একটি গ্রামে।
রাজ্যটিতে গত জুন মাস থেকে এ পর্যন্ত সিসার বিষক্রিয়ায় মোট ১৬০ জনের মৃত্যু হয়েছে। এলাকাটি সফরকালে চিকিৎসকেরা বলেছেন, অঞ্চলটিতে অস্বাভাবিকভাবে শিশুমৃত্যুর ঘটনা ঘটছে।
তদন্তকারী কর্মকর্তারা এ ঘটনার জন্য সিসামিশ্রিত দূষিত পানিকে দায়ী করছেন। নিয়মনীতি না মেনে অবৈধভাবে খনি থেকে সোনা আহরণের চেষ্টা করার কারণে পানির উৎসে এ বিষক্রিয়ার সৃষ্টি হচ্ছে।
জামফারা রাজ্যে স্বর্ণখনি এলাকায় সম্প্রতি একটি চীনা কোম্পানিকে খনি খননের দায়িত্ব দেওয়া হয়েছে বিবিসি অনলাইন।
No comments