হেলমান্দে ব্রিটিশ সেনাদের নতুন অভিযান শুরু
আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে গতকাল শুক্রবার তালেবানবিরোধী নতুন অভিযান শুরু করেছে ব্রিটিশ সেনারা। ‘অপারেশন টর শেজাদা’ নামের এই অভিযান শুরু করা হয় সকালে। তালেবানের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত নাদ আলি জেলায় সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এই অভিযান শুরু করা হয়েছে।
ব্রিটিশ ও আফগান বাহিনী স্থল ও আকাশপথে এই অভিযান শুরু করে। প্রথমে তারা সায়েদাবাদ শহরে অভিযান চালায়। এ বছরের শুরুতে হেলমান্দে পরিচালিত অভিযানে এই অঞ্চলটি তালেবানমুক্ত করতে পারেনি ব্রিটিশ সেনারা।
এ মাসে সবচেয়ে বেশি ৬৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে সেখানে। বৃহস্পতিবার তিনজন মার্কিন সেনার মৃত্যুর পর সবচেয়ে খারাপ মাস এই জুলাই মাস। এর আগে এই স্থানে ছিল জুন মাস। ওই মাসে ৬০ জন মার্কিন সেনা মারা যায়।
ব্রিটিশ ও আফগান বাহিনী স্থল ও আকাশপথে এই অভিযান শুরু করে। প্রথমে তারা সায়েদাবাদ শহরে অভিযান চালায়। এ বছরের শুরুতে হেলমান্দে পরিচালিত অভিযানে এই অঞ্চলটি তালেবানমুক্ত করতে পারেনি ব্রিটিশ সেনারা।
এ মাসে সবচেয়ে বেশি ৬৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে সেখানে। বৃহস্পতিবার তিনজন মার্কিন সেনার মৃত্যুর পর সবচেয়ে খারাপ মাস এই জুলাই মাস। এর আগে এই স্থানে ছিল জুন মাস। ওই মাসে ৬০ জন মার্কিন সেনা মারা যায়।
No comments