খেদিরাকে নিয়েই ছাড়ল রিয়াল
বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্সের পর থেকেই সামি খেদিরার পিছু নিয়েছিল রিয়াল মাদ্রিদ। তাঁর ক্লাব স্টুটগার্ট বারবার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরও আঠার মতো লেগে ছিল রিয়াল। আর কে না জানে, রিয়াল যাঁকে নিতে উঠেপড়ে লাগে, তাঁকে শেষ পর্যন্ত নিয়েই ছাড়ে! এবারও হলো তা-ই, ১ কোটি ১৪ লাখ ইউরো ট্রান্সফার ফিতে খেদিরাকে দলে নিয়েছে রিয়াল। স্টুটগার্টের যুব প্রকল্পের এই ‘পণ্যে’র বার্নাব্যুতে আসার খবর নিশ্চিত করা হয়েছে ক্লাবের ওয়েবসাইটে। আনুষ্ঠানিক চুক্তি সই হবে শারীরিক পরীক্ষার পর।
ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া এসে যাওয়ায় গুজব ছিল থিয়েরি অঁরি, ইয়া তোরের মতো বার্সেলোনা ছাড়ছেন ইব্রাহিমোভিচও। কিন্তু গুজব উড়িয়ে দিয়ে সুইডিশ স্ট্রাইকার জানিয়ে দিলেন, বার্সেলোনাতেই থাকছেন তিনি। নরওয়ের ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন অসলোতে। ইব্রাহিমোভিচও আছেন দলের সঙ্গেই।
ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া এসে যাওয়ায় গুজব ছিল থিয়েরি অঁরি, ইয়া তোরের মতো বার্সেলোনা ছাড়ছেন ইব্রাহিমোভিচও। কিন্তু গুজব উড়িয়ে দিয়ে সুইডিশ স্ট্রাইকার জানিয়ে দিলেন, বার্সেলোনাতেই থাকছেন তিনি। নরওয়ের ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন অসলোতে। ইব্রাহিমোভিচও আছেন দলের সঙ্গেই।
No comments