বার্সাতেই থাকছেন ইব্রাহিমোভিচ
থিয়েরি অঁরি, ইয়াইয়া তোরে চলে গেছেন। ভ্যালেন্সিয়া থেকে স্প্যানিশ স্ট্রাইকার ডেভিড ভিয়া এসে যাওয়ায় গুজব ছিল বার্সেলোনা ছাড়ছেন ইব্রাহিমোভিচও। কিন্তু গুজব উড়িয়ে দিয়ে সুইডিশ স্ট্রাইকার জানিয়ে দিলেন, বার্সেলোনাতেই থাকছেন তিনি।
নরওয়ের ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন অসলোতে। সেখানেই এক সংবাদ সম্মেলনে গত বছর ৭ কোটি ৫০ লাখ ইউরো চুক্তিতে ইন্টার মিলান থেকে বার্সেলোনায় আসা ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমি বার্সেলোনার খেলোয়াড়। বার্সেলোনার একজন হয়েই থাকতে চাই।’ ‘গুজব আমাকে প্রভাবিত করতে পারেনি। কারণ আমি বার্সেলোনায় থাকতে চাই, এ নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না’—আরও বলেছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। ইব্রাহিমোভিচ জানিয়েছেন, বার্সার কোচ পেপ গার্দিওলা তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্যই ভাবেন।
নরওয়ের ক্লাব ভালেরেঙ্গার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বার্সেলোনা এখন অসলোতে। সেখানেই এক সংবাদ সম্মেলনে গত বছর ৭ কোটি ৫০ লাখ ইউরো চুক্তিতে ইন্টার মিলান থেকে বার্সেলোনায় আসা ইব্রাহিমোভিচ বলেছেন, ‘আমি বার্সেলোনার খেলোয়াড়। বার্সেলোনার একজন হয়েই থাকতে চাই।’ ‘গুজব আমাকে প্রভাবিত করতে পারেনি। কারণ আমি বার্সেলোনায় থাকতে চাই, এ নিয়ে আমার কোনো সন্দেহই ছিল না’—আরও বলেছেন ২৮ বছর বয়সী স্ট্রাইকার। ইব্রাহিমোভিচ জানিয়েছেন, বার্সার কোচ পেপ গার্দিওলা তাকে দলের গুরুত্বপূর্ণ সদস্যই ভাবেন।
No comments