যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ করেছে পাকিস্তান
সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মন্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্য সফর স্থগিত ঘোষণা করেছেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা।যুক্তরাজ্যের নিরাপত্তা সংস্থার সঙ্গে সন্ত্রাসবাদবিরোধী যুদ্ধে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনার জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের।ভারত সফরে এসে গত বুধবার ডেভিড ক্যামেরুন বলেছিলেন, ‘আমরা পাকিস্তানকে একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চাই। যারা সন্ত্রাসবাদ রপ্তানির সহায়তা করে, তাদের সঙ্গে পাকিস্তানের কোনো রকম সংশ্লিষ্টতা থাকা উচিত নয়।’
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তালেবানের সরাসরি সম্পর্ক আছে, উইকিলিকসের প্রকাশ করা গোপন সামরিক নথিতে এমন তথ্যের পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই মন্তব্য পাওয়া যায়।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে তালেবানের সরাসরি সম্পর্ক আছে, উইকিলিকসের প্রকাশ করা গোপন সামরিক নথিতে এমন তথ্যের পরপরই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর এই মন্তব্য পাওয়া যায়।
No comments