রুনিতে আস্থা ফার্গুসনের
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে চরম ব্যর্থ ওয়েইন রুনি প্রত্যাশা পূরণ করতে পারেননি। তাঁর দল ইংল্যান্ড ফিরে এসেছে হতাশায় মাথা নিচু করে। তবে রুনির ক্লাবগুরু ফার্গুসনের দৃঢ়প্রত্যাশা, রুনি তাঁর সেরা ফর্মে ফিরবেন।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়েইন রুনি এবং ইংল্যান্ড দল কেন ব্যর্থ হলো? ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের দাবি—এই ব্যর্থতার কারণ ক্লান্তি। টানা খেলে যাওয়ার কারণে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লান্ত-শ্লিষ্ট শরীর নিয়ে কি আর বিশ্বকাপের মতো আসরে সাফল্য পাওয়া যায়?
শীত মৌসুমে অন্যান্য দেশের ঘরোয়া ফুটবল সূচিতে ‘শীতকালীন’ ছুটি থাকলেও এফএর (ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন) ফুটবল বর্ষপুঞ্জিতে কোনো বিরতি নেই। ফার্গির দাবি, বিশ্বকাপে রুনি ও তাঁর সতীর্থরা ‘প্রতিবন্ধী’ হয়ে পড়েছিল এ কারণেই। ফার্গুসনকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘আমাদের খেলার ধরন এবং প্রতি সপ্তাহে টেলিভিশনে একটা অনুষ্ঠানের প্রয়োজনেই এটা দরকার। ৩০ বছর আগে স্কটল্যান্ডে আমিই প্রথম শীতকালীন ছুটির কথা বলি। ইংল্যান্ডে আসার পরও অনেকবার বলেছি। কিন্তু কিছুই করা হয়নি।
দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ওয়েইন রুনি এবং ইংল্যান্ড দল কেন ব্যর্থ হলো? ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ অ্যালেক্স ফার্গুসনের দাবি—এই ব্যর্থতার কারণ ক্লান্তি। টানা খেলে যাওয়ার কারণে ফুটবলাররা ক্লান্ত হয়ে পড়েছিলেন। ক্লান্ত-শ্লিষ্ট শরীর নিয়ে কি আর বিশ্বকাপের মতো আসরে সাফল্য পাওয়া যায়?
শীত মৌসুমে অন্যান্য দেশের ঘরোয়া ফুটবল সূচিতে ‘শীতকালীন’ ছুটি থাকলেও এফএর (ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন) ফুটবল বর্ষপুঞ্জিতে কোনো বিরতি নেই। ফার্গির দাবি, বিশ্বকাপে রুনি ও তাঁর সতীর্থরা ‘প্রতিবন্ধী’ হয়ে পড়েছিল এ কারণেই। ফার্গুসনকে উদ্ধৃত করে দ্য টেলিগ্রাফ লিখেছে, ‘আমাদের খেলার ধরন এবং প্রতি সপ্তাহে টেলিভিশনে একটা অনুষ্ঠানের প্রয়োজনেই এটা দরকার। ৩০ বছর আগে স্কটল্যান্ডে আমিই প্রথম শীতকালীন ছুটির কথা বলি। ইংল্যান্ডে আসার পরও অনেকবার বলেছি। কিন্তু কিছুই করা হয়নি।
No comments