বিহারের বিধানসভা থেকে ৬৭ বিধায়ককে সাময়িক বহিষ্কার
জুতা, চেয়ার, ফুলের টব ছুড়ে বিক্ষোভ করায় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের বিধানসভার ৬৭ জন সদস্যকে গতকাল বুধবার সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিধানসভার বিরোধীদলীয় বিধায়কেরা কয়েক দিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলেন। দুর্নীতির অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করা হচ্ছিল।
মুখ্যমন্ত্রীর দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গত মঙ্গলবার ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের বিধায়কেরা মারমুখী হয়ে ওঠেন এবং এক পক্ষ অন্য পক্ষের দিকে জুতা, চেয়ার ছুড়ে মারেন। গতকালও বিক্ষোভ অব্যাহত থাকে। বিরোধীদলীয় এক সদস্য স্পিকারকে চপ্পল দেখিয়ে হুমকি দেন। বেশির ভাগই প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিরোধী এক নারী বিধায়ক একটি ফুলের টব তুলে নিরাপত্তাকর্মীদের দিকে ছুড়ে মারেন। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়েযান।
এ ঘটনার পর বিধানসভার স্পিকার উদয় নারায়ণ চৌধুরী বিরোধী দলের ৬৭ জন বিধায়ককে চলতি অধিবেশনের বাকি সময় পর্যন্ত বহিষ্কার করেন। আগামী শুক্রবার পর্যন্ত এই অধিবেশন চলার কথা।
মুখ্যমন্ত্রীর দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে গত মঙ্গলবার ক্ষমতাসীন ও বিরোধী পক্ষের বিধায়কেরা মারমুখী হয়ে ওঠেন এবং এক পক্ষ অন্য পক্ষের দিকে জুতা, চেয়ার ছুড়ে মারেন। গতকালও বিক্ষোভ অব্যাহত থাকে। বিরোধীদলীয় এক সদস্য স্পিকারকে চপ্পল দেখিয়ে হুমকি দেন। বেশির ভাগই প্রতিপক্ষের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিরোধী এক নারী বিধায়ক একটি ফুলের টব তুলে নিরাপত্তাকর্মীদের দিকে ছুড়ে মারেন। পরে নিরাপত্তাকর্মীরা তাঁকে টেনেহিঁচড়ে বাইরে নিয়েযান।
এ ঘটনার পর বিধানসভার স্পিকার উদয় নারায়ণ চৌধুরী বিরোধী দলের ৬৭ জন বিধায়ককে চলতি অধিবেশনের বাকি সময় পর্যন্ত বহিষ্কার করেন। আগামী শুক্রবার পর্যন্ত এই অধিবেশন চলার কথা।
No comments