শর্ত সাপেক্ষে অস্ত্র সমর্পণ করবে পিকেকে
কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) বলেছে, তুরস্ক কিছু শর্ত মেনে নিলে তারা অস্ত্র সমর্পণ করতে রাজি আছে। শর্ত সাপেক্ষে অস্ত্র সমর্পণের প্রস্তাব দিয়েছে তুরস্ককে। এ সংগঠনের নেতা মুরাত কারাইলান গতকাল বুধবার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তুরস্ক যুদ্ধ বিরতিতে রাজি হলে এবং তাঁর কিছু শর্ত মেনে নিলে জাতিসংঘের তত্ত্বাবধানে তিনি তাঁর যোদ্ধাদের অস্ত্র সমর্পণের নির্দেশ দেবেন।
ইরাকি কুর্দিস্তানে পর্বতঘেরা একটি ক্যাম্পে বসে দেওয়া সাক্ষাৎকারে কারাইলান বলেন, গণতান্ত্রিক উপায়ে এবং আলাপ-আলোচনার মাধ্যমে কুর্দি সমস্যার সমাধান হলে তাঁরা অস্ত্র সমর্পণ করবেন। আর অস্ত্র বহন করবেন না। তাঁর শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বেসামরিক কুর্দিদের ওপর হামলা বন্ধ করা এবং আটক কুর্দি নেতাদের ছেড়ে দেওয়া।
কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণ-পূর্বে স্বশাসনের দাবিতে পিকেকে যোদ্ধারা ১৯৮৪ সাল থেকে তুর্কি সৈন্যদের সঙ্গে লড়াই করে আসছে। এ লড়াইয়ে ইতিমধ্যে ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে। পিকেকে ও তুরস্ক সরকারের মধ্যে যদি শেষ পর্যন্ত একটি সমঝোতা হয় তাহলে এটি হবে দেশটির ইতিহাসে একটি বড় ঘটনা।
ইরাকি কুর্দিস্তানে পর্বতঘেরা একটি ক্যাম্পে বসে দেওয়া সাক্ষাৎকারে কারাইলান বলেন, গণতান্ত্রিক উপায়ে এবং আলাপ-আলোচনার মাধ্যমে কুর্দি সমস্যার সমাধান হলে তাঁরা অস্ত্র সমর্পণ করবেন। আর অস্ত্র বহন করবেন না। তাঁর শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বেসামরিক কুর্দিদের ওপর হামলা বন্ধ করা এবং আটক কুর্দি নেতাদের ছেড়ে দেওয়া।
কুর্দি অধ্যুষিত তুরস্কের দক্ষিণ-পূর্বে স্বশাসনের দাবিতে পিকেকে যোদ্ধারা ১৯৮৪ সাল থেকে তুর্কি সৈন্যদের সঙ্গে লড়াই করে আসছে। এ লড়াইয়ে ইতিমধ্যে ৪৫ হাজার মানুষ নিহত হয়েছে। পিকেকে ও তুরস্ক সরকারের মধ্যে যদি শেষ পর্যন্ত একটি সমঝোতা হয় তাহলে এটি হবে দেশটির ইতিহাসে একটি বড় ঘটনা।
No comments