আমিরিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে ইরান
শাহরাম আমিরি |
ইরানের পরমাণুু বিজ্ঞানী শাহরাম আমিরিকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবে সে দেশের একটি চলচ্চিত্র নির্মাতাপ্রতিষ্ঠান। সিমা ফিল্ম নামক ওই প্রতিষ্ঠানের পরিচালক আমির হুসেইন আস্তিনিপুর জানান, চলচ্চিত্রে গ্র্যাজুয়েট করা একদল তরুণকে চলচ্চিত্রের জন্য কাহিনি লেখার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত জানাননি। এক বছর নিখোঁজ থাকার পর ইরানের পরমাণুু বিজ্ঞানী আমিরিকে গত সপ্তাহে ওয়াশিংটনে দেখা যায়। গত বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফিরে আসেন। তেহরানে রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরি দাবি করেন, গত বছর সৌদি আরবে হজ পালনের সময় যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইয়ের সদস্যরা তাঁকে অপহরণ করে। তারা তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছে বলে তিনি দাবি করেন।
আমিরি বলেন, নিজেকে গুপ্তচর হিসেবে স্বীকার করে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাঁর ওপর চাপ প্রয়োগ করেছিল। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আমিরি নিজের ইচ্ছায় যুক্তরাষ্ট্রে এসেছেন। সিআইয়ের পক্ষে কাজ করার জন্য তিনি ৫০ লাখ ডলার নিয়েছেন। আমিরিসহ আরও বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা বিভিন্ন গোপন তথ্য সিআইয়ের কাছে পাচার করেছেন। পরবর্তীকালে তাঁরা সবাই যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেন।
আমিরি বলেন, নিজেকে গুপ্তচর হিসেবে স্বীকার করে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র তাঁর ওপর চাপ প্রয়োগ করেছিল। তবে যুক্তরাষ্ট্র এ অভিযোগ অস্বীকার করে বলেছে, আমিরি নিজের ইচ্ছায় যুক্তরাষ্ট্রে এসেছেন। সিআইয়ের পক্ষে কাজ করার জন্য তিনি ৫০ লাখ ডলার নিয়েছেন। আমিরিসহ আরও বেশ কয়েকজন ইরানি কর্মকর্তা বিভিন্ন গোপন তথ্য সিআইয়ের কাছে পাচার করেছেন। পরবর্তীকালে তাঁরা সবাই যুক্তরাষ্ট্রে বসতি স্থাপন করেন।
No comments